কলকাতা : কোরোনার ফলে অনলাইনে শপিংয়ের অভ্যেস এবং প্রয়োজন দু'টোই বেড়েছে । সুবিধার সঙ্গে বেশ কিছু অসুবিধাও রয়েছে অনলাইন শপিংয়ের । ঠিক যেমন অসুবিধার মধ্যে পড়েছেন মিমি চক্রবর্তী ।
চুয়াল্লিশ হাজার টাকার একটি মার্শাল ওবার্ন ব্লুটুথ স্পিকার অর্ডার দিয়েছিলেন মিমি । কিন্তু, যেটা এল সেটার মডেল এবং দাম দু'টোই আলাদা । ডেলিভার্ড হওয়া স্পিকারটির দাম মাত্র উনত্রিশ হাজার টাকা ।