কলকাতা : অভিনয়ের পাশাপাশি গানও করেন মিমি চক্রবর্তী । নিজের ইউটিউব চ্যানেলে একাধিক মিউজ়িক ভিডিয়ো আপলোড করেছেন তিনি, যেগুলো তাঁর নিজের গাওয়া । একটি মাইক হাতে পেয়ে তাই গান না করে থাকতে পারলেন না মিমি ।
একটি কর্ডলেস মাইক কিনেছেন মিমি । গোলাপি রঙের সেই মাইক হাতে নিয়ে হাসি আর ধরছে না তাঁর ।