পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বাধীনতা দিবসে নতুন রূপে 'মিলে সুর মেরা তুমহারা' - independence day special

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই জনপ্রিয় গানকে নতুনভাবে তৈরি করার দায়িত্ব ছিল অঙ্কিতা, গৌরব, গুরুজিৎ, অনন্যা, রাহুল, লামা, সুমন, প্রীতম, তন্ময়, স্নেহা, শম্পা, অভ্রতনু, ঋষিতা, প্রতিভা এবং সোমদত্তার উপর । কোরোনা পরিস্থিতিতে মানুষের মনে সাহস ও আশার আলো দিতে চেয়েছেন এঁরা । বাংলাদেশ থেকে গায়িকা অবন্তী গেয়েছেন এই গান । এই গানের মাধ্যমে বাংলাদেশের জন্যও একই বার্তা পৌঁছে দিয়েছেন তিনি ।

sdf
sdf

By

Published : Aug 14, 2020, 10:20 PM IST

কলকাতা : 2019 সালে 'সারেগামাপা' রিয়েলিটি শো-এর প্রতিযোগীরা একসঙ্গে মিলে তৈরি করেছে নিজেদের মিউজ়িকাল গ্রুপ । যার নাম 'এসো বন্ধু'। এই 'এসো বন্ধু' 74তম স্বাধীনতা দিবসে নতুনভাবে তৈরি করল 'মিলে সুর মেরা তুমহারা'।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই জনপ্রিয় গানকে নতুনভাবে তৈরি করার দায়িত্ব ছিল অঙ্কিতা, গৌরব, গুরুজিৎ, অনন্যা, রাহুল, লামা, সুমন, প্রীতম, তন্ময়, স্নেহা, শম্পা, অভ্রতনু, ঋষিতা, প্রতিভা এবং সোমদত্তার উপর । কোরোনা পরিস্থিতিতে মানুষের মনে সাহস ও আশার আলো দিতে চেয়েছেন এঁরা । বাংলাদেশ থেকে গায়িকা অবন্তী গেয়েছেন এই গান । এই গানের মাধ্যমে বাংলাদেশের জন্যও একই বার্তা পৌঁছে দিয়েছেন তিনি ।

সোমনাথ রায়, সন্দীপন গাঙ্গুলি, রাজা মল্লিক, সুভাষ বোস, সন্দীপ চট্টোপাধ্যায়, নবনীল সরকার, প্রদীপ দাস, অভিরূপ চট্টোপাধ্যায়, তন্ময় মণ্ডল, চন্দন বসু, অনির্বাণ চট্টোপাধ্যায় ও হরি শংকরের মত ভারতের 12জন সংগীতবাদক এর সঙ্গে যুক্ত ছিলেন । তাঁদের মাধ্যমেই নতুনভাবে তৈরি করা হল 'মিলে সুর মেরা তুমহারা'।

সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য এ প্রসঙ্গে ETV ভারতকে বলেন, "কোরোনা পরিস্থিতি বেশকিছু পেশার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত প্রমাণিত হয়েছে । সংগীত শিল্পীরা সেই ক্ষতির মুখোমুখি হয়েছেন । সুতরাং, 16জন অসামান্য গায়ক-গায়িকা ও 12জন সংগীত ও বাদ্যযন্ত্রকারী মিলে এক অনবদ্য কাজ করেছে । স্বাধীনতার 74 বছরে নতুন আশার আলো দেখিয়েছেন ।"

ভারতের বেশকিছু জায়গাকে তুলে ধরা হয়েছে গানের ভিডিয়োতে । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু লোকেশনেও শুটিং করেছেন । যেমন, কৃষ্ণনগর রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, দক্ষিণেশ্বর মন্দির, কুমোরটুলি, প্রিন্সেপ ঘাট, দুর্গাপুর, দার্জিলিংয়ের চা বাগান ও বাংলাদেশের কিছু এলাকা রয়েছে ভিডিয়োতে । সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রশান্ত কুমার সুর । গানের অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং করেছেন অভ্রতনু ঘোষ । 15 অগাস্টেই মুক্তি পাবে গানটি ।

ABOUT THE AUTHOR

...view details