দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিকের শিল্পীদের বেতন বকেয়া নিয়ে প্রডিউসার ও শিল্পীদের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছিল। তারপর এই বিষয়ে বহু আলাপ আলোচনা হয় এবং দুই পক্ষই একসঙ্গে বসে বিরোধ মেটানোর নানা রকম চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত কোনো সমাধান সূত্র পাওয়া যায় না। এবং শিল্পীদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শুটিংয়ের কাজ বন্ধ থাকবে। কিন্তু সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই বিরোধ মেটানোর একটা চেষ্টা করা হয়। চ্যানেলে তরফ থেকে শিল্পীদের আশ্বাস দেওয়া হয় যে তাদেরকে প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তবে আশ্বাসটা কাজে প্রতিফলিত হয়নি। আজ পর্যন্ত শিল্পীরা প্রাপ্য টাকা পাননি।
এই সমস্যাকে উদ্দেশ্য করে আবার একবার বৈঠকে বসল আর্টিস্ট ফোরাম, চ্যানেল কর্তৃপক্ষ ও সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। EIMPA হাউজ়ে মিটিংটির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলী, পল্লবী চট্টোপাধ্যায়,বিদীপ্তা চক্রবর্তী ও EIMPA (EASTERN INDIA MOTION PICTURE ASSOCIATION) প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত।