কলকাতা, 29 অক্টোবর : দ্বিতীয় ডায়ালিসিসের পর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক বলেন, "আজ আমরা দ্বিতীয় ডায়ালিসিস করেছি । মার্জিনাল ইমপ্রুভমেন্ট হয়েছে । নতুন করে আর রক্তক্ষরণ হয়নি । কিছুক্ষণের জন্য হিমোগ্লোবিন নেমে গিয়েছিল । আমরাই দুই ইউনিট ব্লাড ট্রান্সফিউশন করেছি । প্লেটলেট কাউন্ট স্টেবল আছে । প্লেটলেটের সংখ্যাও বাড়ছে । তার জন্য আমরা কিছু ওষুধ দিয়েছিলাম সৌমিত্রবাবুকে । অ্যান্টিবায়োটিকও কাজ করছে ।"
জ্বর আর আসেনি বলেও জানিয়েছেন চিকিৎসক । আরও বেশি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি । ভেন্টিলেশনেই রাখা হয়েছে সৌমিত্রবাবুকে ।
তিনি বলেন, "সৌমিত্রবাবু চোখ খুলেছিলেন, তবে কথায় তেমন সাড়া দেননি । GCS স্কোর এখন 11 । ডায়ালিসিসে থাকা সত্ত্বেও 1 লিটার মতো প্রস্রাব হয়েছে সৌমিত্রবাবুর । তবে এখনও তাঁর অবস্থা সংকটজনক ।" আরও বলেন, "কোরোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও COVID এনকেফ্যালোপ্যাথির প্রভাব রয়েছে শরীরে । আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি তাঁকে সুস্থ করার । সব থেকে বড় কথা রাজার মতো যুদ্ধ করে যাচ্ছেন সৌমিত্রবাবু নিজে ।"
6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের ওই হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তারপর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি । কয়েকদিন আগে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন । কিন্তু তার মধ্যে 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ।