কলকাতা, 24 জানুয়ারি: রাজা চন্দ (Raja Chandas Har Mana Haar) বানাচ্ছেন তাঁর আগামী ছবি 'হার মানা হার'। ছবিতে মুখ্য তিন চরিত্রে সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার । অতিথি শিল্পী হিসেবে থাকছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta in Har Mana Haar)।
হিন্দি ধারাবাহিকের দৌলতে এখন মুম্বইবাসী (Manosi Sengupta coming to Kolkata from Mumbai) অভিনেত্রী মানসী সেনগুপ্ত । এরই মাঝে তিনি ডাক পেয়েছেন রাজা চন্দর কাছ থেকে । রাজা চন্দর আগামী ছবি 'হার মানা হার'-এ একটি চরিত্র করতে হবে তাঁকে । পরিচালকের একডাকে মুম্বই থেকে কলকাতায় চলে আসছেন অভিনেত্রী । ইটিভি ভারতকে এদিন সকাল সকাল মানসী দেন এই সুখবর ।
মানসী বলেন, "26 তারিখে রাতে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেব । 27 তারিখ শুটিং । তারপর ফিরব মুম্বই । রাজাদার সঙ্গে কাজ করাটা খুব স্পেশাল আমার কাছে । এই প্রথমবার কোনও ছবিতে আমাকে ফ্ল্যাশ ব্যাকে দেখানো হবে । মৃত মানুষের চরিত্রে অভিনয় করছি আমি । আমার চরিত্রটি মারা গিয়েছে । খুব ইন্টারেস্টিং একটা চরিত্র । এ রকম চরিত্র বাংলা ধারাবাহিকেও করিনি কখনও । তাই একডাকে কাজটা করতে আগ্রহী হই । তা ছাড়া রাজাদার কথা আমি ফেলতে পারি না ।"
আরও পড়ুন:Haar Mana Haar: সোহমের বিপরীতে পায়েল-আয়ূষী, জোড়া নায়িকার সঙ্গে রসায়ন কেমন জমবে?