নয়াদিল্লি, 12 মার্চ: নিজের নতুন ছবি 'গুলমোহর'-এর জন্য শ্যুটিংয়ের কাজ শুরু করলেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee has commenced shoot for Gulmohar) ৷ ফ্য়ামেলি ম্যান-এর সিরিজের জনপ্রিয় এই অভিনেতা নিজেই আজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই খবর জানিয়েছেন ৷ পরিচালক রাহুল চিট্টেল্লার হাত ধরে পর্দায় আসতে চলেছে 'গুলমোহর' ৷
আজ নিজের ইনস্টাগ্রামে ক্লাপবোর্ডের একটি ছবি শেয়ার করে মনোজ লেখেন,'ফিল্মিং শুরু হল...!!! নতুন ছবি নতুন আবহাওয়া.. ! বাতাসে এখন উত্তেজনা আর নার্ভাসনেস ! আমাদের আশীর্বাদ করবেন ৷ ' ছবিতে মনোজের সঙ্গেই দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং 'লাইফ অফ পাই' ছবির স্টার সুরজ শর্মাকে ৷ রাহুলের এই ছবির পৃষ্ঠপোষকতা করছে ফক্স স্টুডিয়ো এবং চকবোর্ড এন্টারটেইনমেন্ট ৷