পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে ফেসবুক লাইভে মান্না দের শেষ পাবলিক পারফর্মেন্স - gautam roy

আজ বিকেল 4টের সময় মান্না দে সংগীত অ্যাকাডেমির তরফে একটি ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছে । সেখানে দেখানো হবে মান্না দের শেষ পাবলিক পারফরম্যান্স ।

sdf
sdf

By

Published : May 1, 2020, 3:37 PM IST

কলকাতা : অনেক আয়োজন করা হয়েছিল । ঠিক করা হয়েছিল, তাঁর জন্মদিনে একটা সুন্দর অনুষ্ঠান করা হবে । কিন্তু, লকডাউনের জেরে তা আর সম্ভব হচ্ছে না । আজ মান্না দের জন্মবার্ষিকী । অনুষ্ঠান হয়নি তো কী, মান্না দে সংগীত অ্যাকাডেমি আয়োজন করেছে একটি ফেসবুক লাইভের । বিষয়টি সম্পর্কে মান্না দে বিশেষজ্ঞ ও অত্যন্ত কাছের মানুষ গৌতম রায় কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

.

গৌতম রায়ের জীবনের অনেকটাই জুড়ে রয়েছেন মান্না দে । নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'। এই লকডাউনে তিনি মান্না দে'কে শ্রদ্ধাঞ্জলি দেবেন না, তাও কি হয় ?

গৌতম বলেন, "খুব বড় করে অনুষ্ঠান করার কথা ছিল আমাদের । জ্ঞান মঞ্চ ভাড়া করা হয়েছিল আজকের দিনটার জন্য । সেখানে মান্না দের গান নিয়ে ডান্স-ড্রামা হওয়ার কথা ছিল । কিন্তু, এই লকডাউনে সব ভেস্তে গেল । তবে আমরা একটা ফেসবুক লাইভ করছি 'মান্না দে সংগীত অ্যাকাডেমি'-র তরফে । আজ ঠিক বিকেল 4টের সময় আমরা সেই ফেসবুক লাইভ করব ।"

.

কী থাকছে সেই ফেসবুক লাইভে ? সেখানে থাকছে মান্নাদের পারফরম্যান্স । গৌতম বলেন, "এই দেশে মান্নাদের শেষ অনুষ্ঠান করেছিলাম আমরা উত্তর কলকাতার মহাজাতি সদনে । হয়েছিল 2010 সালের 1 মে, অর্থাৎ মান্না দের জন্মদিনেই । সেই অনুষ্ঠানেরও 10 বছর হয়ে গিয়েছে । অনুষ্ঠানটি ছিল সাড়ে 3 ঘণ্টার । সেখান থেকে দেড় ঘণ্টার নির্বাচিত অংশ আমরা দেখাব । আজ সেটা ফেসবুক লাইভে দেখানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details