মুম্বই, 30 জুন : প্রয়াত হলেন অভিনেত্রী মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশল (Raj Kaushal) ৷ এই দুঃসংবাদ জানালেন অপর চিত্রনির্মাতা অনীর ৷ যিনি 2005 সালে 'মাই ব্রাদার নিখিল' ফিল্মে রাজ কৌশলের সঙ্গে কাজ করেছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও ৷
আজ সকালে চিত্রনির্মাতা অনীর টুইট করে খবরটি জানান ৷ তিনি লেখেন, "এত তাড়াতাড়ি চলে গেলে ? আমরা চিত্রনির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে আজ সকালে হারালাম ৷ খুবই দুঃখজনক ৷ আমার প্রথম ফিল্ম মাই ব্রাদার নিখিলের অন্যতম প্রযোজক ছিলেন তিনি ৷ খুব কম সংখ্যক লোক যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, আমাদের পাশে দাঁড়াতেন, তাঁদের মধ্য়ে তিনি ছিলেন অন্যতম ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"
রাজ কৌশলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম তথা অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ সপ্তাহান্তে এই বন্ধুদের সঙ্গেই আনন্দের সময় কাটাতেন প্রযোজক ৷ নেহা ইনস্টাগ্রাম পোস্ট রাজ কৌশলের সঙ্গে সেই বন্ধুদের ছবি পোস্ট করে লিখেছেন, "রাজ, আমরা এই ছবিটা তুলেছিলাম আরও আরও স্মৃতি তৈরি করার জন্য ৷ তুমি আর আমাদের সঙ্গে নেই, এটা বিশ্বাসই করতে পারছি না ৷ মন্দিরা, আমার শক্তিশালী বান্ধবী, আমি শব্দ হারিয়ে ফেলেছি ৷ আমার হৃদয় বীর আর তারার সঙ্গে রয়েছে ৷ আরআইপি রাজ, এ কথাটা লিখতে দুঃখে আমার হাত কাঁপছে ৷"
আরও পড়ুন:নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত