পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mandira Bedi: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

রাজ কৌশলের (Raj Kaushal) প্রয়াণের পর প্রথম টুইট করলেন তাঁর স্ত্রী মন্দিরা বেদী (Mandira Bedi) ৷ তাঁদের একটি অদেখা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "শান্তিতে বিশ্রাম করো আমার রাজি ৷"

Mandira Bedi's first tweet after Raj Kaushal's death, she says RIP my Raji
আমার রাজি...হাবির প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

By

Published : Jul 6, 2021, 1:11 PM IST

মুম্বই, 6 জুলাই : তাঁকে ছেড়ে চলে গিয়েছেন প্রযোজক রাজ কৌশল (Raj Kaushal) ৷ হাবির প্রয়াণের পর ভগ্ন হৃদয়ে প্রথমবার টুইট করলেন অভিনেত্রী মন্দিরা বেদী (Mandira Bedi) ৷ তাঁদের দুজনের একটি অদেখা ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি ৷

সোমবার রাতে টুইটে তাঁদের রোজকার জীবনের একটি আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করেন মন্দিরী বেদী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "রিপ আমার রাজি ৷" সঙ্গে একটি ভগ্নহৃদয় ইমোজিও দিয়েছেন তিনি ৷

রাজের মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁদের কাটানো ভাল মুহূর্তের তিনটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ৷ সেই ছবিতে তাঁদের ডিনার ডেটে দেখা গিয়েছে ৷ তবে ইনস্টাগ্রামে নিজের ডিসপ্লে ছবিটি সরিয়ে দিয়েছেন মন্দিরা ৷ সেখানে রাখা হয়েছে একটি কালো স্ক্রিন ৷ রাজ চলে যাওয়ায় তাঁর জীবনেও কালো অন্ধকার নেমে এসেছে, এটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল প্রয়াত

30 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চিত্রনির্মাতা রাজ কৌশল ৷ চোখের জলে স্বামীকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মন্দিরা বেদী ৷ অ্যাম্বুল্যান্স থেকে শবদেহ নামিয়ে শশ্মানে নিয়ে যাওয়ার আগে স্বামীকে কাঁধ দেন তিনি ৷ তাঁর হাতে ছিল মাটির কলসি ৷ নেটমাধ্যমে সেই ভিডিয়ো দেখে মন খারাপ হয়ে যায় নেটিজেনদের ৷ তবে মন্দিরার ভূমিকার প্রশংসা করেছেন তাঁরা ৷

আরও পড়ুন:পারফেক্ট ফ্যামিলি ফোটো, চার বছরের বাচ্চা মেয়েকে দত্তক নিলেন মন্দিরা

1999 সালে রাজ কৌশলের সঙ্গে বিয়ে হয় মন্দিরা বেদীর ৷ 2011 সালে তিনি পুত্রসন্তান বীরের জন্ম দেন ৷ আগেই এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে, তাঁরা একটি সন্তান দত্তক নেবেন ৷ গত বছর তাঁরা 4 বছরের কন্যাসন্তান তারাকে নিজেদের পরিবারে আনেন ৷ তাঁদের ছেলে বীরের বয়স এখন 10 বছর ৷

আরও পড়ুন:স্বামীর শেষ যাত্রায় কাঁধ দিলেন, শোকের আবহে প্রশংসিত মন্দিরা

ছবি প্রযোজনা ছাড়াও লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ কৌশল ৷ 'পেয়ার মে কভি কভি', 'শাদি কা লাড্ডু' ও 'অ্যান্থনি কৌন হ্যায়'এর মতো ফিল্ম করেছেন তিনি ৷ তবে কপিরাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ ৷ 1998 সালে তিনি নিজের অ্যাডভার্টাইজিং কোম্পানি তৈরি করেন ৷ প্রায় 800টিরও বেশি বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details