কলকাতা : 15 অগাস্ট অভিমন্যুর মায়ের অনুপস্থিতিতেই মানালির সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । তিনি তখন লকডাউনে দিল্লিতে আটকে । কলকাতায় ফেরার পরই তাই দেরি না করে ছোটো ছেলে-বউমার বিয়েটা দিয়ে দেন তিনি । কিন্তু, কোনও অনুষ্ঠান হয়নি সেভাবে । পুজো কাটতেই ছোটো করে একটা অনুষ্ঠান করলেন নব দম্পতি ।
সোশাল মিডিয়ায় একঝাঁক ছবি শেয়ার করেছেন মানালি । পরনে লাল শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর...একেবারে নতুন বউটি যেন । দেখলে যেন 'বই কথা কও'-এর মৌরির কথা মনে পড়ে যায় । অনেক বছর কেটে গেছে, মানালি যেন একইরকম সরল রয়ে গেছেন ।