কলকাতা, 13 মে: লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মানালি দে । ধারাবাহিকের নাম ধূলোকণা ৷ রোজ সন্ধেয় আবারও ঘরে ঘরে পৌঁছে যাবেন জনপ্রিয় অভিনেত্রী ৷ এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক করছেন আরও এক অভিনেতা ইন্দ্রাশিস রায় ৷
দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করেছেন ইন্দ্রাশিস ৷ তারপরে মাঝে অনেকটা সময় ব্যস্ত ছিলেন ফিল্ম এবং ওয়েব সিরিজ নিয়ে ৷ আবারও তিনি ফিরছেন টেলিভিশনে । অপরদিকে, ছোট পর্দায় মানালিকে শেষ দেখা গিয়েছিল নকশি কাঁথা ধারাবাহিকে ৷ এ বার তাঁকে দেখা যাবে লীনা গঙ্গোপাধ্যায়ের ধূলোকণায় ।
লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি পারিবারিক ড্রামা । এক যৌথ পরিবারের গল্প ৷ মানালি ও ইন্দ্রসিশ ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে । যাঁদের মধ্যে রয়েছেন বাদশা মৈত্র, শংকর চক্রবর্তী, ময়না মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়কে ।