পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধূলোকণা মেখে ছোট পর্দায় কামব্যাক মানালি-ইন্দ্রাশিসের - মানালি দে

আবারও ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী ৷ মানালি দে ও ইন্দ্রাশিস রায় ৷ ধারাবাহিকের নাম ধূলোকণা ৷

manali dey and Indrasish Roy coming in dhulokona serial
ধূলোকণা মেখে ছোট পর্দায় কামব্যাক মানালি-ইন্দ্রাশিসের

By

Published : May 13, 2021, 1:31 PM IST

কলকাতা, 13 মে: লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মানালি দে । ধারাবাহিকের নাম ধূলোকণা ৷ রোজ সন্ধেয় আবারও ঘরে ঘরে পৌঁছে যাবেন জনপ্রিয় অভিনেত্রী ৷ এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক করছেন আরও এক অভিনেতা ইন্দ্রাশিস রায় ৷

দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করেছেন ইন্দ্রাশিস ৷ তারপরে মাঝে অনেকটা সময় ব্যস্ত ছিলেন ফিল্ম এবং ওয়েব সিরিজ নিয়ে ৷ আবারও তিনি ফিরছেন টেলিভিশনে । অপরদিকে, ছোট পর্দায় মানালিকে শেষ দেখা গিয়েছিল নকশি কাঁথা ধারাবাহিকে ৷ এ বার তাঁকে দেখা যাবে লীনা গঙ্গোপাধ্যায়ের ধূলোকণায় ।

লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি পারিবারিক ড্রামা । এক যৌথ পরিবারের গল্প ৷ মানালি ও ইন্দ্রসিশ ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে । যাঁদের মধ্যে রয়েছেন বাদশা মৈত্র, শংকর চক্রবর্তী, ময়না মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়কে ।

ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ মানালি এখানেও সেই সহজ-সরল মেয়ে । পরনে সালোয়ার কামিজ, বেণী বাঁধা চুল, কপালে ছোট্ট টিপ । কথা বলে ফুলঝুরির মতো ৷ তবে মানালির এই লুকের সঙ্গে গোত্র ছবিতে তাঁর চরিত্রের অনেকটাই মিল রয়েছে । তবে ঠিক কী রকম ভাবে এই ধারাবাহিকে মানালিকে দেখা যাবে, তা ধারাবাহিকের শুরুতেই বোঝা যাবে ।

আরও পড়ুন:বাংলা ছবির গানে ফের সোনু নিগমের জাদু

মানালির শুরুটা হয়েছিল স্টার জলসার হাত ধরে, বউ কথা কও ধারাবাহিক দিয়ে । যার জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি ৷ ফের স্টার জলসার হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী ৷ ধূলোকণা কী বউ কথা কও-এর মতোই সাফল্য পাবে ? সময়ই দেবে তার উত্তর ৷

ABOUT THE AUTHOR

...view details