কলকাতা : একেবারে ঘরোয়াভাবে, পরিবারের মানুষ ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করলেন মানালি ও অভিমন্যু । মালাবদল ও সিঁদুরদান হল সবকিছুই । তবে এই কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারে আড়ম্বরহীনভাবে সারা হল পুরো ব্যাপারটা ।
যদিও তাঁদের দুজনেরই বড় অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছে ছিল । কিন্তু কোরোনা পরিস্থিতিতে সেই উপায় কি আছে ? তবে বিয়ের মেনুতে ছিল দু'জনের প্রিয় মটন বিরিয়ানি ।
15 অগাস্ট অভিমন্যুর মায়ের অনুপস্থিতিতেই রেজিস্ট্রি হয় । তিনি তখন লকডাউনে দিল্লিতে আটকে । কলকাতায় ফেরার পরই তাই দেরি না করে সামাজিক নিয়মে ছোটো ছেলের বিয়ে দিলেন তিনি । মানালি এখন থেকে অভিমন্যুর বাড়িতেই থাকবেন ।
'নিমকি-ফুলকি' টেলিফিল্মের জন্য শুটিং করতে গিয়ে প্রেম হয় মানালি-অভিমন্যুর । মাঝখানের সময়টা একসঙ্গে কাজ করেননি । তবে কিছুদিন আগে হাজরার একটি বাড়িতে 'নিমকি-ফুলকি 2'-এর শুটিং করতে দেখি অভিমন্যুকে । সেখানে মানালিও অভিনয় করেছেন ।
বিয়ের পর অভিমুন্য ETV ভারতকে বলেন, "বেশ ভালো লাগছে । রেজিস্ট্রি তো আগেই হয়ে গিয়েছিল আমাদের । মানালি কাল থেকে আমাদের বাড়িতে থাকতে শুরু করেছে । জীবন এবার থেকে বদলে যাবে । মা-বাবা, দাদা সকলেই খুব খুশি । হানিমুন সে ভাবে হচ্ছে না । তবে আমরা এরপর হয়তো বোলপুর যাব । সেখানে মানালির বাড়ি আছে ।"
ETV ভারতের তরফে মানালি-অভিমন্যুকে অনেক শুভেচ্ছা।