কলকাতা : সাইবার ক্রাইম বা সাইবার বুলি একেবারেই গ্রহণযোগ্য নয় । সাইবার ক্রাইমের বিরুদ্ধে বারেবারে প্রতিবাদ জানিয়েছেন স্বস্তিকা মুখার্জি । তবে এবার তিনি একা নন, কলকাতা পুলিশও সাহায্য করল যথাসাধ্য । গ্রেপ্তার করা হল অভিযুক্তকে ।
সোশাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন স্বস্তিকা । তাঁকে কী ভাষায় আক্রমণ করা হয়েছে, সেই সব মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন অভিনেত্রী । হুগলির কৌশিক দাস নামে সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ।