পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে বরাবরই সারপ্রাইজ় পাই : মমতা শংকর

আজ 64-এ পা দিলেন মমতা শংকর । বরাবরই এই দিনটা সারপ্রাইজ় পেয়ে কেটে যায় তাঁর ।

sdf
f

By

Published : Jan 7, 2020, 3:07 PM IST

কলকাতা : পরিবার-প্রিয়জনদের কাছে বরাবরই ভীষণ আদরের নৃত্যশিল্পী উদয় শংকর ও অমলা শংকরের একমাত্র কন্যা অভিনেত্রী মমতা শংকর । আজ 64-এ পা দিলেন তিনি । এই বিশেষ দিনটা বরাবরই সারপ্রাইজ় পেয়ে কেটে যায় তাঁর ।

মমতা শংকর বলেন, "আমাকে কিছু জানতে দেওয়া হয় না কী পরিকল্পনা করা হচ্ছে । সবটাই সারপ্রাইজ় । আর সেটা আমি জানতেও চাই না । জন্মদিনে আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাই । আজকে আমি বাড়ির একেবারে নিউ বর্ন । আজ আমার কর্তা আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি সেখানে চলে যাব । বাড়ির সবাই মিলে প্ল্যান করে, আমাকে সারপ্রাইজ় দেয় । তাই আমি জানি না ঠিক কীভাবে আমার জন্মদিন পালন করা হবে । ওরা খালি বলে এখানে চলো, ওখানে চলো । আজ আমি একেবারে বেবি ।"

অভিনয়ের পাশাপাশি মমতা শংকর একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীও । 'উদয়ন' নামে একটি নাচের স্কুল রয়েছে তাঁর । সেই ট্রুপ সারা পৃথিবী জুড়ে ডান্স পারফর্ম করে । সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিবছর তাঁদের প্রিয় মমমাসির জন্মদিনে নাচ তৈরি করে তাঁকে দেখান । মমতা বলেন, "আমার নাচের গ্রুপের ছেলেমেয়েরা প্রত্যেকে আমার জন্য আলাদা আলাদাভাবে নাচ তৈরি করে । কিন্তু এইবার আমরা প্রত্যেকে সবাই খুব ব্যস্ত । সামনেই আমাদের অ্যানুয়াল ফাংশন । আমার মনে হয় না এবার ওরা কিছু করতে পেরেছে বলে ।"

মমতা শংকরের জন্ম হয় 1955 সালের আজকের দিনে । বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি । প্রায় 27টি ছবিতে অভিনয় করেছেন । সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন । এমনকী, বর্তমান যুগের পরিচালক যেমন সৃজিত মুখার্জি, প্রতিম দাশগুপ্ত, মৈনাক ভৌমিকের মতো পরিচালকদের ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি ।

যেসব ছবিতে কাজ করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিল । তাঁর প্রথম অভিনয় 1976 সালে মৃণাল সেনের 'মৃগয়া' ছবিতে । সে বছর সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল 'মৃগয়া'। 1992 সালে সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবিতে অভিনয় করেছিলেন মমতা শংকর । সেই ছবিটিও জাতীয় পুরস্কার জিতে নেয় । সেরা সহ অভিনেত্রী হিসেবে 'শাখা-প্রশাখা' ছবিতে অভিনয়ের জন্য BFJA পুরস্কার পেয়েছিলেন 1993 সালে । তার ঠিক 7 বছর পর, 'উৎসব' ছবিতে অভিনয় করে BFJA-এ সেরা সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন ।

জন্মদিনে ETV ভারত সিতারার মমতা শংকরকে অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details