কলকাতা, 8 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির মধ্যে সংক্রমণ ঠেকাতে সিনেমা হলে আসন সংখ্যার 50 শতাংশ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল । তবে এখন থেকে 100 শতাংশ আসনে বসতে পারবেন দর্শকরা । 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
নবান্ন সভাঘর থেকে আজ বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । উপস্থিত ছিলেন টলিউডের একাধিক প্রথম সারির তারকারা । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চ্যাটার্জি ও জুন মালিয়া । এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড পরিচালক অনুভব সিনহা । তবে সশরীরে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে মুম্বই থেকে যোগ দিয়েছিলেন শাহরুখ খান ।
50 শতাংশ নয়, 100 শতাংশ দর্শক নিয়ে এবার থেকে সিনেমা দেখানো হবে বলে আজ এই অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের 50 শতাংশ আসনে দর্শকরা বসতে পারতেন । এবার 100 শতাংশে আসনেই বসার ব্যবস্থা করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"