কলকাতা : মমতা একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা স্বরূপ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৭৮ বছর।প্রায় তিন দশক ধরে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৯৬৮ সালে তপন সিংহের 'আপনজন' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে।"
তিনি আরও বলেছেন, "তাঁর প্রয়াণে অভিনয় জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি স্বরূপ দত্তের আত্মীয়পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।" এর আগে সৌমিত্র চ্যাটার্জি ও সাবিত্রী চ্যাটার্জিও স্বরূপ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।