কলকাতা : 11 জুন সরকারের তরফে অনুমতি পাওয়ার পর এখনও শুরু হয়নি কোনও সিনেমার শুটিং । আউটডোর ও ইন্ডোর শুটিং নিয়ে রয়েছে ধোঁয়াশা । আর সেই ধোঁয়াশা কাটাতেই চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী জুন মালিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত সহ অন্য কলাকুশলীরা ।
আউটডোর শুটিং সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে ভারত সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা অমান্য করে কখনও আমরা আউটডোর শুটিংয়ের অনুমতি দিতে পারি না । তবে এর বিকল্প রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করা যেতেই পারে । এছাড়া কলকাতার আশপাশে এমন অনেক লেক ও পার্ক রয়েছে যেখানে আউটডোর শুটিং হতে পারে । যদিও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ইন্ডোর শুটিংয়ের উপরই বেশ জোর দিতে হবে ।"
এদিকে কোরোনা পরিস্থিতির জেরে কয়েক মাস ধরেই বন্ধ হয়ে পড়ে রয়েছে রাজারহাটের ইকো পার্ক ও রবীন্দ্র সরোবর । তাই সেখানে যাতে শুটিংয়ের ব্যবস্থা করা যায় সেকথা EIMPA-কে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে তিনি বলেন, "আউটডোর শুটিংয়ের জন্য আপনারা ইকো পার্ক ও রবীন্দ্র সরোবরকে বেছে নিতে পারেন । কারণ ওই এলাকাগুলি এখন মর্নিং ওয়াকের জন্য ব্যবহৃত হয় । বাকি সময়টা বন্ধ হয়ে পড়ে থাকে ।" এছাড়া আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল । সেগুলি মেরামতের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।