পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইন্ডোর শুটিংয়ের উপর জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী - Mamata meets artist forum

আউটডোর শুটিং সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে ভারত সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা অমান্য করে কখনও আমরা আউটডোর শুটিংয়ের অনুমতি দিতে পারি না । তবে এর বিকল্প রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করা যেতেই পারে । এছাড়া কলকাতার আশপাশে এমন অনেক লেক ও পার্ক রয়েছে যেখানে আউটডোর শুটিং হতে পারে । যদিও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ইন্ডোর শুটিংয়ের উপরই বেশ জোর দিতে হবে ।"

োে্
োে্

By

Published : Jul 6, 2020, 7:12 PM IST

কলকাতা : 11 জুন সরকারের তরফে অনুমতি পাওয়ার পর এখনও শুরু হয়নি কোনও সিনেমার শুটিং । আউটডোর ও ইন্ডোর শুটিং নিয়ে রয়েছে ধোঁয়াশা । আর সেই ধোঁয়াশা কাটাতেই চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী জুন মালিয়া, পরমব্রত চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, EIMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত সহ অন্য কলাকুশলীরা ।

আউটডোর শুটিং সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে ভারত সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা অমান্য করে কখনও আমরা আউটডোর শুটিংয়ের অনুমতি দিতে পারি না । তবে এর বিকল্প রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করা যেতেই পারে । এছাড়া কলকাতার আশপাশে এমন অনেক লেক ও পার্ক রয়েছে যেখানে আউটডোর শুটিং হতে পারে । যদিও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ইন্ডোর শুটিংয়ের উপরই বেশ জোর দিতে হবে ।"

এদিকে কোরোনা পরিস্থিতির জেরে কয়েক মাস ধরেই বন্ধ হয়ে পড়ে রয়েছে রাজারহাটের ইকো পার্ক ও রবীন্দ্র সরোবর । তাই সেখানে যাতে শুটিংয়ের ব্যবস্থা করা যায় সেকথা EIMPA-কে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে তিনি বলেন, "আউটডোর শুটিংয়ের জন্য আপনারা ইকো পার্ক ও রবীন্দ্র সরোবরকে বেছে নিতে পারেন । কারণ ওই এলাকাগুলি এখন মর্নিং ওয়াকের জন্য ব্যবহৃত হয় । বাকি সময়টা বন্ধ হয়ে পড়ে থাকে ।" এছাড়া আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল । সেগুলি মেরামতের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

অন্যদিকে বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওয়েব সিরিজ়গুলি । আর সেকথা মাথায় রেখে শর্তসাপেক্ষে ওয়েব সিরিজ়কে কীভাবে আরও এগিয়ে আনা যায় সেদিকেও বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী । এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যসচিব রাজীব সিনহার উপর একটি কমিটি তৈরি করার ভার দিয়েছেন তিনি । সেই কমিটিতে থাকছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ।

বৈঠকে রিয়েলিটি শো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে । আপনারা ক্যামেরার কায়দায় দর্শকের সংখ্যা বাড়িয়ে, কমিয়ে করুন । আগেও তো কিছু শুটিং করা রয়েছে । নিজেরা কায়দা করে দেখুন । তাই বলে অডিশনের নামে প্রচুর লোক জমায়েত করলে চলবে না । রিয়েলিটি শোয়ে যোগদানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র প্রয়োজনে অনলাইনে জমা নিন । সেখান থেকে বাছাই করুন । প্রয়োজন হলে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কাজ করুন ।”

বৈঠক শেষে প্রযোজক শৈবাল ব্যানার্জি বলেন, "আমরা মোটামুটি খুশি হয়েছি । মুখ্যমন্ত্রী আমাদের কাজ নিয়ে আলোচনা করেছেন । আমরা সবকিছু মেনেই শুটিং করছি । এখন থেকে ফ্লোরে 6 জনের বেশি আর্টিস্ট নিয়ে কাজ করা যাবে । বাড়ানো যাবে টেকনিশিয়নের সংখ্যাও । সেক্ষেত্রে ফ্লোরে টেকনিশিয়নের সংখ্যা থাকবে 35 থেকে 40 জন । আর বাকিরা তখন বাইরে অপেক্ষা করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details