পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মানুষের উপর আপনার ভাষা চাপিয়ে দেবেন না : মহেশ ভাট - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মহেশ ভাট

মহেশ ভাট বলেন, "বাংলাই একমাত্র জায়গা যেখানে প্রান্তিক মানুষও নিজের ভাষায় স্বাচ্ছন্দ্যে বলতে পারেন । দয়া করে মানুষকে নিজের ভাষায় কথা বলতে দিন । কারও উপর নিজের ভাষা জোর করে চাপাবেন না ।"

df

By

Published : Nov 8, 2019, 10:00 PM IST

কলকাতা : "প্রত্যেকটি মানুষকে নিজের ভাষায় কথায় বলতে দিন । তাঁদের উপর নিজের ভাষা চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই ।" 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে একথা বললেন পরিচালক মহেশ ভাট ।

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলবে 15 নভেম্বর পর্যন্ত । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান । উপস্থিত ছিলেন দেশ বিদেশের চলচ্চিত্র জগতের একাধিক নক্ষত্র । ছিলেন মহেশ ভাটও ।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি । বলেন, "এটা খুবই খারাপ পরিস্থিতি । প্রযুক্তির যুগে আমরা বাস করছি । আর সে সময়ই আমরা একে অপরের থেকে বেশি বিভক্ত হয়ে পড়ছি । আর সেই কারণেই প্রয়োজন স্টোরি টেলারদের । যারা গল্প বলে আমাদের একসঙ্গে নিয়ে আসবে । মানুষ এখন মানুষের বিরুদ্ধে । সিনেমা এমন একটা বিষয় যা সরাসরি মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছতে পারে । বহু বছর ধরেই মানুষ উজ্জ্বল আগামীর আশায় বেঁচে থাকেন ।"

মঞ্চে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের কথা শোনান তিনি । সব ভাষা যাতে নিরাপদে থাকে সেই প্রার্থনাও করেছেন । বলেন, "বাংলাই একমাত্র জায়গা যেখানে প্রান্তিক মানুষও নিজের ভাষায় স্বাচ্ছন্দ্যে বলতে পারেন । দয়া করে মানুষকে নিজের ভাষায় কথা বলতে দিন । কারও উপর নিজের ভাষা জোর করে চাপাবেন না ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details