পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mahesh Babu's brother passes away : দাদা প্রয়াত, শোকের দিনে পরিবারের থেকে দূরে করোনা আক্রান্ত মহেশ বাবু

মহেশ বাবুর দাদা (Mahesh Babu's brother died) ঘাট্টামানেনি রমেশ বাবুর জীবনাবসান (Mahesh Babu brother Ramesh Babu death)৷ লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি ৷

mahesh-babus-elder-brother-ramesh-babu-passes-away
দাদা প্রয়াত, শোকের দিনে পরিবারের থেকে দূরে করোনা আক্রান্ত মহেশ বাবু

By

Published : Jan 9, 2022, 2:17 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি:তেলুগু সুপারস্টার মহেশ বাবুর দাদা (Mahesh Babu's brother died) ঘাট্টামানেনি রমেশ বাবু প্রয়াত ৷ শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দক্ষিণী প্রযোজক-অভিনেতা ৷ মৃত্যুকালে তাঁর (Mahesh Babu brother Ramesh Babu death) বয়স হয়েছিল 56 বছর ৷ আজ তাঁর শেষকৃত্য ৷

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন পর্দার কৃষ্ণ মহেশ বাবুর দাদা (Mahesh Babu brother death)৷ শনিবার বিকেলে তাঁর অবস্থা আরও গুরুতর হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে গাচিবাওলিতে এআইজি হাসাপাতালে ভর্তি করান পরিবারের লোকজন ৷ সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জুবিলি হিলসের মহাপ্রস্থানায় ঘাট্টামানেনি রমেশ বাবুর শেষকৃত্য (Ramesh Babu funeral)৷ এর আগে শেষশ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পদ্মালয়া স্টুডিয়োতে ৷ কোভিড বিধিনিষেধ জারি থাকায় অন্ত্যেষ্টির (Ramesh Babu last rites) সময় জমায়েত না করার জন্য ভক্তদের কাছে আর্জি জানিয়েছে ঘাট্টামানেনি পরিবার ৷

ঘাট্টামানেনি পরিবারের বার্তা

আরও পড়ুন:vicky katrina one month anniversary: উষ্ণ আলিঙ্গনে বিয়ের এক মাস পূর্তি উদযাপন ভিক্যাটের

1974 সালে আল্লুরি সীতারামারাজু ফিল্ম দিয়ে সিলভার স্ক্রিনে অভিষেক ঘটে রমেশ বাবুর (Mahesh Babu brother Ramesh Babu death)৷ 1997 সাল থেকে তাঁকে আর অভিনয়ে দেখা যায়নি ৷ ছবি প্রযোজনায় হাত দেন তিনি ৷ অর্জুন, অথিধি, দুকোড়ু, আগাড়ুর মতো ছবি তৈরি করেন তিনি ৷ এর প্রত্যেকটির নায়ক তাঁর ভাই মহেশ বাবু (Mahesh Babu's brother died)৷

আরও পড়ুন:Jacqueline-Sukesh Viral Pic : কঠিন মুহূর্ত, ব্যক্তিগত ছবি প্রকাশ না করার অনুরোধ জ্যাকলিনের

চলতি সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মহেশ বাবু ৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ সেই কারণে দাদার শেষযাত্রায় তিনি শামিল হতে পারেননি ৷ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:Supriya Devi Birthday : সুপ্রিয়া দেবীর জন্মদিনে দিদিমার স্মৃতি ভাগ করে নিলেন নাতি শন বন্দ্যোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details