ছবিতে বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখার্জি। উত্তমকুমারের ভূমিকায় জিশু সেনগুপ্ত। রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জিও। তবে তাঁর চরিত্রটা ট্রেলারে সামনে আনা হয়নি। যদিও গলা শুনে মনে হচ্ছে যে তিনি অবাঙালি কোনও চরিত্রে আছেন। এবং তিনি গল্পটিকে এগিয়ে নিয়ে যাবেন। এছাড়াও আছেন শুভময় চ্যাটার্জি।
১ মার্চ আসছে 'মহালয়া'
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নন, মহালয়া পাঠ করবেন মহানায়ক উত্তমকুমার। এমনটা আপামর বাঙালি জাতি কোনও দিন স্বপ্নে ভাবতে পারেননি। কিন্তু, তেমনটা হয়েছিল। সেই সঙ্গেই ঝড় উঠেছিল কলকাতা সহ পশ্চিম বাংলার বুকে। আর সেই সময়ের এক টুকরো ইতিহাসকে ছবিতে বেঁধেছেন পরিচালক সমীক সেন। ছবির নাম মহালয়া। সামনে এসেছে ট্রেলার।
মহালয়া দৃশ্য
ছবির চিত্রনাট্য লিখেছেন সমীক নিজে। সংগীত দেবজ্যোতি মিশ্রর। ২০১৮ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল একাধিক ছবি বাংলায় নিয়ে আসার। সেই তালিকার মধ্য়েই অন্যতম এই ছবি। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা এনআইজিয়াজ়ের প্রযোজনায় আগামী ১ মার্চ মুক্তি পাবে চেয়েছে।
দেখুন ট্রেলার...