পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Women's Day 2022: নারী দিবসে ভারতীয় ছবিতে নারী চরিত্রের বিবর্তন নিয়ে মতামত দিলেন নীনা-মাধুরী - নারী দিবসে ভারতীয় ছবিতে নারী চরিত্রের বিবর্তন নিয়ে মতামত দিলেন নীনা মাধুরী

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর নারী দিবসের একটি অনুষ্ঠানে ভারতীয় ছবিতে কীভাবে নারী চরিত্রের মধ্য়ে এসেছে বড় পরিবর্তন, তা নিয়ে নিজেদের মতামত সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী নীনা গুপ্ত এবং মাধুরী দীক্ষিত ৷

madhuri dixit neena gupta on women in cinema
নারী দিবসে ভারতীয় ছবিতে নারী চরিত্রের বিবর্তন নিয়ে মতামত দিলেন নীনা-মাধুরী

By

Published : Mar 8, 2022, 12:23 PM IST

মুম্বই, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় ছবিতে অভিনেত্রীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রটিতে কীভাবে বিষয়বস্তু অনুসারে একটি বড় বিবর্তন এসেছে, তা নিয়ে নিজেদের ভাবনা চিন্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নীনা গুপ্ত এবং মাধুরী দীক্ষিত ৷ এবিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে নীনা জানান, বিনোদনের বিষয়বস্তুর ক্ষেত্রে এই বিবর্তন পরিবর্তিত সমাজের সঙ্গে সুন্দর সমন্বয় সাধন করে চলেছে ৷

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর নারী দিবসের একটি অনুষ্ঠানে নীনা এদিন বলেন, "সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে বিনোদনের স্পেসটিও বিকশিত হয়েছে ৷ ধীরে ধীরে যখন নারী উপার্জনে সক্ষম হয়ে উঠেছেন, ব্য়বসার ক্ষেত্রে এবং একটি গোটা দলকে নেতৃত্ব দিতে শুরু করেছেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় ব্য়ক্তিত্ব হয়ে উঠেছেন ৷ আমাকেও যে চরিত্রগুলি অফার করা হত তা বদলে গল্পের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছে ৷ আজকের দিনের চিত্রনাট্য়ে নারী চরিত্র পুরুষ চরিত্রের উপর নির্ভরশীল নয়, বরং তাঁরা আত্মনির্ভর ৷ "

তিনি আরও বলেন, "আমার এটা দেখে খুব ভাল লাগে যে, আমি প্রতিদিন এমন সব গল্প দেখতে পাই যা অসামান্য সব নারীদের জীবনকে পর্দায় প্রতিফলিত করে ৷ তাঁদের ব্যক্তিত্বের প্রতিটা স্তর, শেডস এবং ত্রুটিগুলিকে সুন্দর ভাবে চিত্রিত করে ৷ আমরা শুধু এইসব গল্পের অংশ নয় বরং এ গল্প আমাদেরই ৷ "

আরও পড়ুন: 'দ্য ফেম গেম'-এর হাত ধরে ওটিটিতে অভিষেক মাধুরীর

এই বিষয়ে তাঁর মতামত প্রকাশ করতে গিয়ে মাধুরী দীক্ষিত বলেন, "একটি বিবর্তন হয়েছে এবং অসাধারণ বিবর্তন হয়েছে । নারীরা আর শুধু সুন্দর মুখ বা স্বর্গের পরী নয় । আজ নারীকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখা হয়, বিভিন্ন পেশার বিভিন্ন চরিত্রে অভিনয় করে - তা সে একজন গণিতবিদ হোক বা একজন ক্রীড়াবিদ কিম্বা অপূর্ণ আকাঙ্ক্ষায় ভরা একজন গৃহিণী হোক, মহিলারা প্রতিদিন বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এবং শিল্পে এই পরিবর্তন সত্য়িই আকর্ষণীয় ।"

ABOUT THE AUTHOR

...view details