পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বানপ্রস্থে যাওয়ার সময়ে ঘরবন্দী আছি : মাধবী মুখোপাধ্যায়

কোরোনা আতঙ্কের মধ্যে কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ? ETV ভারতের তরফে তাঁকে ফোন করা হলে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি ।

মনব
মনব

By

Published : Mar 23, 2020, 11:22 PM IST

কলকাতা : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে কলকাতায় । প্রতিদিনই একটা না একটা আক্রান্তের খবর সামনে আসছে । এর মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় সব টলি তারকাই । বন্ধ বিনোদন জগতের যাবতীয় কাজ । তবে এই মুহূর্তে সবথেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন ছোটোদের পাশাপাশি বয়স্করাও । এই অবস্থায় কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ? ETV ভারতের তরফে তাঁকে ফোন করা হলে নিজের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি । নিজের স্বাস্থ্যের খবর তো বটেই, সচেতন করেন নাগরিকদের ।

ফোনের ওপারে চারুলতা কাঁপা গলায় হ্যালো বলে শুরু করেন কথোপকথন । আমাদের প্রতিনিধিকে শুরুতেই জিজ্ঞেস করেন, "আগে বলো তুমি কেমন আছো ?" তারপর কোরোনা নিয়ে প্রকাশ করেন উদ্বেগ, "যেসব চলছে, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি কিছু বলার নেই । আমার তো বয়েস হয়েছে । এখন আমার বানপ্রস্থে যাওয়ার কথা । আর আমি বাড়ি বন্দী..."।

বয়েস হয়েছে তাঁর । একে নানাবিধ শরীরিক সমস্যা রয়েছে । বলেন, "আমার তো আবার ডায়াবিটিস আছে । খুব সমস্যা । বাড়ি বসে রয়েছি । বই পড়ছি । গান শুনছি । টিভি দেখছি । ভালোই আছি বাড়িতে বসে..."।

তারপর এটা ওটা কথা বলতে বলতে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ । বলেন, "আমি তো মমতার উদ্যোগে অভিভূত । যেভাবে বিষয়টা সামলাচ্ছে, প্রশংসা করতেই হয় । গর্ববোধ করছি ।"

ABOUT THE AUTHOR

...view details