কলকাতা, 9 নভেম্বর:নিজেই বলেছেন তিনি 'কালারফুল' ৷ পোশাকে, আচরণে বারবার তার পরিচয় রেখেছেন ৷ দুর্গাপুজোয় গেয়েছেন গান ৷ কালীপুজোর মঞ্চে বলিউডের অভিনেত্রী রাখী সাওয়ান্তকে নিয়ে ঝড় তুলেছেন ৷ কামারহাটির সেই কালারফুল' বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবার সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন ৷ সৌজন্যে রূপটান শিল্পীদের স্বীকৃতি দিতে আয়োজিত 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' (Glorious Make-up Artists Award Show)। সুন্দরী তন্বীদের হাতে হাত রেখে মঞ্চে আবির্ভূত হন মদন মিত্র ৷ এছাড়াও সঞ্চালনা করে অনুষ্ঠান মাতিয়ে দিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
বিনোদন ও ফ্যাশন দুনিয়ার নামী-দামি তারকাদের স্টাইল স্টেটমেন্ট আর গ্ল্যামারে মজে থাকে সাধারণ মানুষ । কিন্তু এঁদের তারকা হিসেবে গড়ে তুলতে যাঁদের অক্লান্ত পরিশ্রম আর নিখুঁত কারিকুরি থাকে, তাঁদের চেনেন ক'জন ? এ বার তাঁদের প্রচারের আলোয় নিয়ে এলেন মুনমুন দাস ও তাঁর কন্যা মোনা দাস । তাঁদেরই উদ্যোগে ও শুভব্রত বিশ্বাসের বিশেষ সহায়তায় রবিবার গড়িয়ার এক ক্লাবে আয়োজিত হল 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' ইভেন্ট ।
আরও পড়ুন:Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট