পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sanjay And Maanayata Marriage Anniversary : বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তের ফুট ম্যাসেজের ছবি শেয়ার করে শুভেচ্ছা মান্য়তার

14 বছরের বিবাহ বার্ষিকীতে অভিনেতা সঞ্জয় দত্তকে একটু অন্য়ভাবে শুভেচ্ছা জানালেন মান্য়তা (Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary) ৷ মান্য়তার শেয়ার করা ভিডিয়োতে স্ত্রীর ফুট ম্যাসেজ করে দিতে দেখা গেল অভিনেতাকে ৷

Sanjay And Maanayata Marriage Anniversary
বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তকে অন্য়রকম শুভেচ্ছা মান্য়তার

By

Published : Feb 12, 2022, 1:23 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি : বিয়ের 14 বছর পার করে ফেললেন বলিউডের মুন্না ভাই ৷ 2008 সালের 11 ফেব্রুয়ারি মান্যতা দত্তের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি ৷ 14 বছরের এই বিবাহ বার্ষিকীতে স্বামীর জন্য স্যোশাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো শেয়ার করলেন মান্য়তা (Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary) ৷ যা জয় করে নিয়েছে অনুরাগীদের মন ৷

ভিডিয়োতে দেখা যায়, স্ত্রীকে ফুট ম্যাসেজ করে দিচ্ছেন বলিউডের সঞ্জু বাবা ৷ সম্পূর্ণ সাদা কুর্তা পাজামায় স্ত্রীর সঙ্গে কিছুটা ঘরোয়া সময় কাটাচ্ছেন তারকা ৷ ভিডিয়োর ক্যাপশনে স্ত্রী মান্য়তা লিখেছেন, "আমার জীবনে সমস্ত ভাল দিন সেগুলোই, যা তোমার সঙ্গে কাটিয়েছি ৷ তোমায় ভালবাসি কারণ তুমি তোমার মত ৷ শুভ বিবাহ বার্ষিকী ৷ " স্ত্রীর প্রতি অভিনেতার এই ভালবাসা দেখে মুগ্ধ সমর্থকরাও ৷ এক নেটিজেন লেখেন, ‘'বাবা একজন দয়ালু মানুষ'‘ ৷ আরেকজন অনুরাগী লেখেন, ‘'লাগে রহ মুন্নাভাই ৷'’

আরও পড়ুন:স্ত্রীর অভিনয় দেখে গর্বিত রণবীর, শশী থারুরকে দিয়ে লেখালেন প্রশংসার ক্য়াপশন ?

লকডাউনের পর আগামীতে পরপর দু‘টি ছবিতে পর্দায় আসছেন সঞ্জয় দত্ত ৷ একদিকে যেমন, ঐতিহাসিক কাহিনি আশ্রিত 'পৃ্থ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা, তেমনি অন্য়দিকে এবার একইসঙ্গে অভিনয় করবেন পর্দার সঞ্জু রণবীর কাপুর এবং বাস্তবের সঞ্জু ৷ রণবীরের সঙ্গে নতুন ছবি 'সামসেরা'-তে অভিনয় করবেন সঞ্জয় ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details