মা হলেন কনীনিকা... - Television Actress
কনীনিকা ব্যানার্জি, টেলিভিশন ও টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। আজ মা হলেন।
কনীনিকা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : আজ এক ফুটফুটে শিশু কন্যার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা অভিনীত 'মুখার্জিদার বউ' ছবির প্রচারে তাঁর বেবি বাম্প দৃষ্টি এড়ায়নি কারোরই। আজ এল খুশির খবর।
কনীনিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, কনীনিকা এখন সুস্থ আছেন। তাঁর সদ্যোজাত কন্যা সন্তান সুস্থ আছে।