এ কোন রূপে অবন্তিকা? - টলিউড
'রসগোল্লা' ছবির ক্ষীরোদামণিকে মনে আছে? অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস এই চরিত্রে অভিনয় করেছিলেন। এখন কী করছেন তিনি?
![এ কোন রূপে অবন্তিকা?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3746248-956-3746248-1562245511715.jpg)
কলকাতা : অবন্তিকা এখন ব্যস্ত একটি মিউজ়িক ভিডিয়োর কাজে। আর সেই জন্যই এই বিশেষ প্রস্থেটিক মেকআপ নিতে হয়েছে তাঁকে। সেই কাজের ডিটেল ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেলন অবন্তিকা।
অবন্তিকা জানালেন, "এই প্রথম প্রস্থেটিক মেকআপ নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রস্থেটিক মেকআপের সাহায্যে আমি ন্যাড়া হয়েছি। জানি না দর্শকের কেমন লাগবে।"
অবন্তিকা আরও বললেন, "এই মিউজ়িক ভিডিয়োতে আমার একটি ছোট্ট বন্ধু কাজ করেছে। অঙ্কন। ও 'রসগোল্লা' ছবিতেও কাজ করেছিল আমার ছেলের চরিত্রে। মানে, নবীন চন্দ্র দাসের ছেলে কেশবচন্দ্র দাসের চরিত্রে। বলা যেতে পারে, আমি আর আমার ছেলে আবার একসঙ্গে কাজ করছি।"