মুম্বই, 17 জানুয়ারি : ফের এক নক্ষত্রকে কেড়ে নিল কোভিড ৷ 70 বছর বয়সে জীবনের মায়া ত্যাগ করে চিরঘুমের দেশে চলে গেলেন গীতিকার ইব্রাহিম আশক (Ibrahim Ashk passes away in Covid) ৷ 'কহো না পেয়ার হ্যায়', 'কোই মিল গ্য়ায়া','কৃষ'-সহ একাধাকি ছবিতে গান লিখেছেন তিনি ৷ না তুম জানো না হাম, জাদু জাদু-র মত তাঁর একাধিক গান এখনও মনে দাগ কাটে শ্রোতাদের ৷ খবর অনুযায়ী বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন ইব্রাহিম ৷ আর সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি ৷ এই দুইয়ের সংক্রমণের জেরেই আরও মারাত্মক হয়ে ওঠে তাঁর শারীরিক পরিস্থিতি ৷
Ibrahim Ashk passes away: চিরঘুমের দেশে কোই মিল গ্য়ায়া, কৃষ ছবির গীতিকার ইব্রাহিম আশক - Ibrahim Ashk passes away in Covid
ফের বিনোদন জগতে শোকের ছায়া ৷ না ফেরার দেশে চলে গেলেন গীতিকার ইব্রাহিম আশক (Ibrahim Ashk passes away in Covid) ৷
![Ibrahim Ashk passes away: চিরঘুমের দেশে কোই মিল গ্য়ায়া, কৃষ ছবির গীতিকার ইব্রাহিম আশক Ibrahim Ashk passes away](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14209020-thumbnail-3x2-k.jpg)
রবিবার চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মেয়ে মুসাফা সংবাদমাধ্যমকে জানান, শনিবার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় আশককে ৷ শুরু হয় শ্বাসকষ্টও ৷ এরপর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট তো পজিটিভ আসেই একইসঙ্গে দেখা যায় নিউমনিয়াতেও আক্রান্ত তিনি ৷ চিকিৎসকদের মতে ভয়ানকভাবে আক্রান্ত হয়েছিল তাঁর ফুসফুস ৷ যার জেরেই পরবর্তী ক্ষেত্রে শুরু হয় শ্বাসকষ্ট ৷ মুসাফা আরও জানান, শনিবার সকাল থেকেই কাশি এবং রক্তিবমি শুরু হয়েছিল তাঁর বাবার ৷
আরও পড়ুন :প্রয়াত শাঁওলি মিত্র, নীরবে না ফেরার দেশে শম্ভু-কন্যা
বর্ষীয়ান এই গীতিকারের প্রয়াণে শোকাহত শিল্পীজগত ৷ আজ নেটমাধ্য়মে তাঁকে শ্রদ্ধার্ঘ জানান শিল্পী মহল ৷ 'কহো না পেয়ার হ্যায়', 'আপ মুঝে আচ্ছে লাগনে লাগে'- এর মত গানগুলি যাঁরা শুনেছেন, তাঁরা ভালই জানেন কি সহজে ভালবাসার কথা বলতে পারত ইব্রাহিম আশকের কলম ৷