কলকাতা : বাবা-মেয়ের গল্প 'অনুরূপ'। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। আর পরিচালক কঙ্কণা নিজেই অভিনয় করেছেন তাঁর মেয়ের চরিত্রে।
লস অ্যাঞ্জেলসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন সব্যসাচী চক্রবর্তী - Sabyasachi Chakrabarty
এবার মার্কিন মুলুকে পুরস্কৃত হলেন সব্যসাচী চক্রবর্তী। লস অ্যাঞ্জেলস ফিল্ম ফেস্টিভালে ভারতীয় চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি। কঙ্কণা চক্রবর্তীর শর্ট ফিল্ম 'অনুরূপ'-ই এই পুরস্কার এনে দিল। ETV ভারতকে প্রতিক্রিয়া জানালেন সব্যসাচী।
বিদেশের মাটিতে এই পুরস্কার পেয়ে ভালো লাগছে সব্যসাচীর। তিনি বললেন, "ভালো লাগছে। এর চেয়ে বেশি আর কী বলতে পারি। বিদেশের মাটিতে পুরস্কার পাওয়া তো আনন্দের কথা। তাই ভালো লাগছে। তাও আবার এই বয়সে এসে, যখন প্রায় ঠিক করেই ফেলেছি যে, অভিনয় থেকে অবসর নেব।"
আরও পড়ুন : দেশের গণ্ডি পেরিয়ে এবার মার্কিন মুলুকে 'কণ্ঠ'
ছবির গল্প পরিচালকের নিজেরই। ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তী এবং পরিচালক নিজেই। উত্তরবঙ্গে হয়েছে ছবির শুটিং।
বিভিন্ন কারণে বাবা আর মেয়ে একে অপরের থেকে দূরে থাকে বেশ কয়েক বছর। দীর্ঘ ৬ বছর পর আবার তারা একে অপরের সান্নিধ্যে আসে। তারপর কী হয়? সেই উত্তরের খোঁজেই এই স্বল্প দৈর্ঘ্যের ছবি।