পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জলের নীচে প্রেমালাপ অর্জুন-মধুমিতার, ভাইরাল ভিডিয়ো - Arjun Chakrabarty latest news

সৃজা আর অর্জুনের দাম্পত্য বেশ সুখী বলেই শোনা গেছিল..তাহলে মাঝখান থেকে কী করে এন্ট্রি হল মধুমিতার ?

Bengali Film Love Aj Kal Porsu teaser
Bengali Film Love Aj Kal Porsu teaser

By

Published : Jan 1, 2020, 5:47 PM IST

কলকাতা : মুক্তি পেল 'লাভ আজ কাল পরশু'-র টিজ়ার । ছবিতে অর্জুন চক্রবর্তী ও মধুমিতার কেমিস্ট্রি চোখে পড়ার মতো । এই প্রথম তাঁদের বড় পরদায় একসঙ্গে দেখা গেলেও বোঝার উপায় নেই তা ।

প্রতীম ডি.গুপ্তের পরিচালনায় আসছে 'লাভ আজ কাল পরশু' । তাঁর পরিচালনায় 'মাছের ঝোল' বা 'সাহেব বিবি গোলাম' বেশ প্রশংসিত হয় দর্শকের দরবারে । এবার তিনি আদ্যোপান্ত এক লাভ স্টোরি পরিচালনা করতে চলেছেন । স্বাভাবিক ভাবেই তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে দর্শকের মধ্যে ।

ছবির দৃশ্য...

এই ছবিতে অভিনয় করার কথা ছিল জিশু সেনগুপ্তের । তাঁর পরিবর্তে কাস্ট করা হয়েছে অর্জুনকে । টিজ়ারে দেখা যাচ্ছে যে, অর্জুনকে 'রি-ইন্ট্রোডিউস' করা হয়েছে এই ছবিতে । সত্যিই অর্জুনকে এত রোম্যান্টিক, বোল্ড অবতারে দেখা যায়নি আগে কখনও । মধুমিতাও বেশ নজর কাড়া ।

অর্জুন-মধুমিতা

শোনা যাচ্ছে পাওলিকে এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে । দেখে নিন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details