পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় বিনয়-বাদল-দীনেশ - ‘৮/১২’

1930-এর 8 ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ইতিহাস ৷ গর্বের সেই ইতিহাস নিয়ে ছবি করতে পেরে আপ্লুত প্রযোজক কান সিং সোধা ।

Look Launch of Bengali Film 8/12
Look Launch of Bengali Film 8/12

By

Published : Apr 19, 2021, 7:15 PM IST

কলকাতা, 19 এপ্রিল: পরিচালক অরুণ রায়ের নতুন ছবি ‘8/12’ । সম্প্রতি তারই লুক লঞ্চে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস, অনুষ্কা চক্রবর্তী, বিপাশা প্রমুখ । কিঞ্জল নন্দের অরুণ রায়ের সঙ্গে এটি দ্বিতীয় ছবি ৷ 'হীরালাল' হাত ধরে বাংলা ছবিতে ডেবিউ করেন কিঞ্জল । দেশের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ পর্দায় তুলে ধরতে চলেছে অরুণ রায়ের এই ছবি । আগামী বছর ভারতের স্বাধীনতার 75তম বর্ষ । তার আগে বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের স্মরণীয় অবদানকে প্রেক্ষাপট করে ছবি করতে চলেছেন প্রযোজক কান সিং সোধা ৷ প্রযোজক, পরিচালক সহ টিম '8/12'-র মতে এই ছবি শ্রদ্ধার্ঘ্য ।

1930-এর 8 ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ইতিহাস ৷ গর্বের সেই ইতিহাস নিয়ে ছবি করতে পেরে আপ্লুত প্রযোজক কান সিং সোধা । হীরালালের পর '8/12'-তে দেশের ইতিহাসের আরও এক গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরতে পেরে খুশি পরিচালক অরুণ রায়ও । যে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ (বিনয়) অর্ণ মুখোপাধ্যায় (বাদল), সুমন বোস (দীনেশ) প্রমুখ ৷ ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ-মৈনাক ৷

কী বললেন '8/12'-এর অভিনেতা, পরিচালক, প্রযোজক ৷

আরও পড়ুন: কোভিড পজ়িটিভ ঋতব্রতর আর্জি, "বন্ধ হোক রাজনৈতিক সভা"

পরিচালক অরুণ রায় বলেন, "আমরা 9/11-র মতোন মনে রাখতে পারি 8/12 তারিখটিকেও ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন । আশা করি যতটা আনন্দের সঙ্গে এই ছবি নির্মাণ করছি, দর্শকও ততটাই আনন্দের সঙ্গে এই ছবি দেখবে ।"

ABOUT THE AUTHOR

...view details