পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, 48 ঘণ্টায় জ্বর আসেনি

বর্ষীয়ান এই অভিনেতাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য দীর্ঘকালীন চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি এবং ট্রাকিওস্টমির বিষয়ে পরিবারের সদস্যরাও রাজি হয়েছেন । একথা জানিয়ে চিকিৎসক অরিন্দম কর শনিবার রাতে বলেন, "প্লাজমা থেরাপি সৌমিত্রবাবুর পক্ষে কতটা সেফ হবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সোমবার ট্র‍্যাকিওস্টমি করার সম্ভাবনা রয়েছে। "

Soumitra Chatterjee
Soumitra Chatterjee

By

Published : Nov 7, 2020, 10:53 PM IST

কলকাতা, 7 নভেম্বর: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল । গত 48 ঘণ্টায় জ্বর আসেনি । এদিকে, তাঁকে সুস্থ করে তোলার ক্ষেত্রে দীর্ঘকালীন চিকিৎসার অঙ্গ হিসাবে প্লাজমা থেরাপি এবং ট্র‍্যাকিওস্টমির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, প্লাজমা থেরাপি কতটা সেফ হবে তাঁর পক্ষে, এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সোমবার ট্র‍্যাকিওস্টমি করার সম্ভাবনা রয়েছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে শনিবার রাতে হাসপাতাল থেকে এমনই জানানো হয়েছে ।

চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত ছয় অক্টোবর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে অরিন্দম কর বলেন, "সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । নিউরোলজিক্যাল ফাংশন উন্নতি বা অবনতি হয়নি, একই রকম রয়েছে । লাং ফাংশন ভালো রয়েছে । লিভার ফাংশন কম-বেশি ভালো রয়েছে । হিমোগ্লোবিনের পরিমাণ স্থিতিশীল । এক লাখের উপর প্লেটলেট রয়েছে । ইনফেকশন অনেকটা কমেছে । গত 48 ঘন্টায় জ্বর আসেনি। মিনিমাম ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে । তবে, কিডনির সমস্যার কারণে একদিন অন্তর সৌমিত্রবাবুর ডায়ালিসিস করানো হচ্ছে । "

বর্ষীয়ান এই অভিনেতাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য দীর্ঘকালীন চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি এবং ট্রাকিওস্টমির বিষয়ে পরিবারের সদস্যরাও রাজি হয়েছেন । একথা জানিয়ে চিকিৎসক অরিন্দম কর শনিবার রাতে বলেন, "প্লাজমা থেরাপি সৌমিত্রবাবুর পক্ষে কতটা সেফ হবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সোমবার ট্র‍্যাকিওস্টমি করার সম্ভাবনা রয়েছে। "

ABOUT THE AUTHOR

...view details