কলকাতা, 10 ফেব্রুয়ারি:একসঙ্গে হাতেখড়ি হচ্ছে বাবা এবং ছেলের এমন দৃশ্য় দেখতে পাওয়া প্রায় অসম্ভব ৷ তবে এবার একটু অন্যভাবে দেখতে হলে এবার সত্য়ি হতে চলেছে এই ঘটনা ৷ কারণ একদিকে যেমন ছবির পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ( Rahul Banerjee is making a debut in Direction), তেমনই এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়কেও । সেদিক থেকে দেখতে গেলে বাবা-ছেলে দু‘জনেরই হাতেখড়ি হচ্ছে ।
ছবির নাম 'কলকাতা ৯৬' ৷ জানা গিয়েছে খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং । ছবিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী । যদিও নায়িকার নাম ঠিক হয়নি এখনও । তবে, প্রিয়াঙ্কা থাকছেন না এ কথা সাফ জানিয়ে দিয়েছেন রাহুল । দক্ষিণ কলকাতার এক বাঙাল পরিবারের তিনদিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা এই ছবির রসদ । একইসঙ্গে ১৯৯৬ সালে লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেঞ্চুরি হাঁকানোর মুহূর্তও গল্পে জায়গা করে নেবে বলে জানা গিয়েছে ।