হায়দরাবাদ, 30 মার্চ :নিজের বোল্ড লুকের জন্য অনুরাগী মহলে জনপ্রিয় লিসা হেডন ৷ তাঁর চলচ্চিত্র অভিনয়ের থকেও বেশি লোকে তাঁকে এই কারণে চেনে বললেই বোধহয় ঠিক বলা হয় ৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি বরাবর ভীষণ অ্যাকটিভ ৷ উইক এন্ডে তাঁর কোনও না হট ফটোশ্যুট নিয়ম করে সামনে আসবেই ৷
বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন হংকংয়ে ৷ সেখান থেকেও একাধিক ছবি এবং ভিডিয়ো যে তিনি শেয়ার করেই চলেছেন তা বলাই বাহুল্য ৷ এদিনও কালো সাদা স্যুইম স্যুটে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন লিসা (Lisa haydon 16 years Old Swimsuit)৷ ক্যাপশনে তিনি লেখেন, "আমি এই সুইমস্যুটটি কিনেছিলাম যখন আমার বয়স 19 বছর ছিল ৷" অর্থাৎ লিসা আজ যে স্যুইম স্যুটে ক্যামেরার সামনে এসেছেন তা এক দু বছর নয় একেবারে 16 বছর পুরানো ৷