পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন বছরে চুম্বনে ভাসলেন টলি দম্পতিরা - শ্রাবন্তী চ্যাটার্জি

চুম্বনের মধ্যে দিয়ে নতুন বছরের সূচনা করলেন টলিউডের দুই দম্পতি রাজ-শুভশ্রী ও শ্রাবন্তী-রোশন ।

Srabanti Chakrabarty and her husband
Srabanti Chakrabarty and her husband

By

Published : Jan 1, 2020, 4:57 PM IST

কলকাতা : নতুন বছরকে স্বাগত জানাতে 31-এর রাত থেকেই চলছে হইহুল্লোড় । রাত যত বেড়েছে, পার্টির রং তত গাঢ় হয়েছে । কেউ বাড়িতে একেবারে পরিবারের মানুষদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিশেষ মুহূর্তটা, আবার কেউ বাড়ির বাইরে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতেছেন । তবে উদ্দেশ্যে একটাই, পুরোনো বছরের গ্লানি ভুলে নতুনকে আলিঙ্গন করে নেওয়া ।

নিজেদের কাছের মানুষদের চুম্বন করে বিশেষ মুহূর্তটা ভাগ করে নিলেন টলিউডের দুই হাই প্রোফাইল দম্পতি, রাজ-শুভশ্রী ও শ্রাবন্তী-রোশন । ইনস্টাস্টোরিতে সেই ছবি শেয়ার করলেন দুই অভিনেত্রী । সেখানে রাজ ও শুভশ্রী এবং শ্রাবন্তী ও রোশনকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে ।

শুভশ্রী-রাজ

যেখানে শুভশ্রী তাঁর বন্ধুবান্ধব ও স্বামী রাজকে নিয়ে পার্টিতে মত্ত ছিলেন, সেখানে শ্রাবন্তী একেবারেই ঘরোয়া ভাবে ছেলে ও স্বামীর সঙ্গে কাটালেন দিনটা ।

শ্রাবন্তী-রোশন

শুধু এই দুই দম্পতি নয়, সোশাল মিডিয়ার আনাচে-কানাচে নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি । তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন, প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাদের অনুভূতি । অঙ্কুশ আর ঐন্দ্রিলা একটা মজার ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে অঙ্কুশ ঐন্দ্রিলাকে চুম্বন করতে গেলে তাঁর কপালে জোটে প্রহার ।

ABOUT THE AUTHOR

...view details