পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আরও কিছুদিন লকডাউন রাখা দরকার : লিলি চক্রবর্তী - লিলি চক্রবর্তীর খবর

তাঁর বয়স প্রায় 80-র কাছাকাছি । এই কঠিন সময়ে লিলি চক্রবর্তী ঘরবন্দী রয়েছেন তাঁর দমদমের মোতিঝিলের ফ্ল্যাটে । কেমন আছেন 'দেয়া নেয়া', 'জন অরণ্য', 'কলঙ্কিনী কঙ্কাবতী'র অভিনেত্রী ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

লকডাউনে লিলি চক্রবর্তী
লকডাউনে লিলি চক্রবর্তী

By

Published : Apr 27, 2020, 9:46 PM IST

কলকাতা : দমদম মোতিঝিলের ফ্ল্যাটে একাই থাকেন লিলি চক্রবর্তী । বয়সও হয়েছে বেশ । তাই এই সময়ে খুবই সাবধান থাকতে হচ্ছে অভিনেত্রীকে ।

লিলি বললেন, "আমার জীবনে কোনও দিন এই পরিস্থিতির মুখোমুখি হইনি । এক রকম চলে যাচ্ছে সময় । আমি তো একাই থাকি । সামনের ফ্ল্যাটে আমার বোন থাকে, পাশের ফ্ল্যাটে বোনঝি থাকে । আমরা সকলেই এই টপফ্লোরে থাকি।"

এই লকডাউন পরিস্থিতি নিয়ে লিলি বললেন, "আরও কিছুদিন লকডাউন রাখা দরকার আছে । কোরোনা তো দিনদিন বাড়ছে, কমছে তো না । লোকজনের কাছে গৃহবন্দী থাকা অসহ্য হয়ে যাচ্ছে । কিন্তু ওঁদের তো বোঝা দরকার, একটুখানি শান্তভাবে বাড়িতে থাকলে এটা নিজে থেকেই কমে যাবে । অনেকেই বারণ শুনছেন না।"

নিজের পাড়া প্রতিবেশীদের প্রশংসা করে লিলি বললেন, "আমাদের এখানে কিন্তু মানুষ খুব লকডাউনকে মানছেন । এখানে কেউ বাড়ি থেকে বেরোয় না । আমাদের ফ্ল্যাটে বাইরে থেকে যাঁরা কাজ করতে আসেন, তাঁদেরও এখন আসতে বারণ করা হয়েছে।"

ঘর ঝাড় দেওয়া থেকে টুকিটাকি কাজ নিজেকেই করতে হচ্ছে লিলি চক্রবর্তীকে । বললেন, "আমার বাড়িতেও এখন কেউ কাজে আসছে না । আমাকেই বাড়ি ঘর পরিষ্কার করতে হচ্ছে নিয়ম করে । সব নিজে নিজে করছি । তবে আমার বোনঝি রান্নাবান্না করছে । আমার বোনও তো অসুস্থ, কাজ করতে পারছে না । ওইভাবেই আমাদের চলছে আর কি । সবাই সবাইকে হেল্প করছি । আমার পাড়ায় একটি ছেলে আছে, সে আমাকে মা বলে ডাকে, একমাসের ওষুধ এনে দিয়েছে ।"

এখনও শুটিং ফ্লোরে দাপিয়ে অভিনয় করেন লিলি । ইন্ডাস্ট্রির বাকিদের মতো তিনিও খুব মিস করেছেন কাজকর্ম । বললেন, "হ্যাঁ, মিস করছি । এখনও ক্যামেরা চললে অন্যরকম হয়ে যাই । খুব মিস করছি ।"

অসংখ্য বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন লিলি । সেই সব পুরোনো স্মৃতি মনে পড়ছে তাঁর । নুতন-পুরোনো সবরকমের ছবি দেখছেন । বললেন, "সারাদিনে নতুন-পুরোনো অনেক ছবি দেখছি । টিভিতে যা হচ্ছে দেখছি । কয়েকদিন আগে মানিকদার 'সোনার কেল্লা' দেখলাম । তারপর, নিজের অভিনয় করা 'দেয়া-নেয়া' দেখলাম, গতকাল দেখলাম 'দুর্গেশগড়ের গুপ্তধন' সন্ধ্যেবেলায় ।"

এছাড়াও, নিজেকে সুস্থ রাখতে রোজ সকালে নিয়ম করে যোগব্যায়াম করছেন লিলি চক্রবর্তী । মন ভালো রাখছেন এই লকডাউনেও । সুস্থ থাকুন লিলি চক্রবর্তী, সেই কামনাই করে ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details