দিল্লি : দিল্লির ভয়ানক দূষণ নজর কেড়েছে গোটা দেশের। মাস্ক ছাড়া বাইরে যাওয়া যাচ্ছে না, ছুটি পড়ে যাচ্ছে স্কুলে, চারপাশ ঢেকে রয়েছে স্মগে। দিল্লির এই পরিস্থিতি নিয়ে চিন্তিত হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্ডো ডি ক্যাপ্রিও।
ইন্ডিয়া গেটে জমায়েত হওয়া 1500 দিল্লিবাসীদের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লিখেছেন, "বাড়তে থাকা দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণ করার দাবিতে নিউ দিল্লির ইন্ডিয়া গেটে 1500-ও বেশি মানুষ জমায়েত হয়েছিল।"