পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আজ শেষকৃত্য বালাসুব্রমনিয়মের - SPB dead

গতকাল বেলার দিকে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । আজ থামারাইপাক্কাম ফার্মহাউজ়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

asd
asd

By

Published : Sep 26, 2020, 12:30 AM IST

চেন্নাই : কোরোনায় আক্রান্ত হওয়ায় 5 অগাস্ট তাঁকে ভরতি করা হয়েছিল চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে । এতদিন সেখানেই ভরতি ছিলেন । মাঝে সুস্থও হয়ে উঠছিলেন । কিন্তু, শেষরক্ষা আর হয়নি । গতকাল বেলার দিকে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । আজ থামারাইপাক্কাম ফার্মহাউজ়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়মের । হালকা হালকা জ্বরও ছিল । কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে পরীক্ষা করান । তারপর 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি করা হয় তাঁকে । এরপর 13 অগাস্ট রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । গভীর রাতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে ICU-তে নিয়ে যেতে হয় । তারপর থেকে লাইফ সাপোর্টেই ছিলেন তিনি ।

তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন । চলতি মাসের শুরুর দিকেই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু, হঠাৎ 24 সেপ্টেম্বর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । এরপর আর শেষরক্ষা হয়নি । গতকাল দুপুর 1টা 4 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

এরপর বিকেলের দিকে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সবাই । প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো এক ঝলক দেখার জন্য তাঁর বাড়ির বাইরে ভিড় করেছিলেন অনুরাগীরা । আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details