পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুমনামী'-কে আইনি নোটিশ নেতাজি ভক্তের

সৃজিত মুখার্জির পরবর্তী ছবি 'গুমনামী'কে আইনি নোটিশ পাঠালেন এক নেতাজি ভক্ত দেবব্রত রায়। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

গুমনামী

By

Published : Aug 16, 2019, 10:31 PM IST

কলকাতা : নেতাজির মৃত্যু নিয়ে রয়েছে একাধিক থিয়োরি। তার মধ্যে অন্য়তম গুমনামী বাবার থিয়োরি। সেই থিয়োরির উপর ভিত্তি করেই সৃজিতের 'গুমনামী'। ছবিটি এক বিকৃত ইতিহাসকে তুলে ধরবে বলে ধারণা নেতাজিপ্রেমী দেবব্রত রায়ের। তিনি এক আইনি নোটিশ পাঠিয়েছেন SVF-কে।

IANS সূত্রে জানা যাচ্ছে নোটিশের বক্তব্য। সেখানে বলা আছে, "নেতাজির সঙ্গে 'গুমনামী বাবা'-র যোগসূত্র করাটা কল্পনাপ্রসূত, অনুমানমূলক, অবাস্তব এবং মহান পার্টগুলোকে বদনাম করার এক প্রচেষ্টা ।"

গুমনামী বাবার বেশে প্রসেনজিৎ

জাস্টিস মনোজ মুখার্জি কমিশনকে নেতাজির মৃত্য়ু নিয়ে তদন্ত করার ভার দেওয়া হয়। সেই কমিশনের রিপোর্টে পরিষ্কার করে বলা হয় যে, নেতাজির সঙ্গে গুমনামী বাবার কোনও সংযোগ নেই। রিপোর্টে এটাও বলা হয় যে, নেতাজির মতো এরকম একজন হাইলাইটেড মানুষ দিনের পর দিন গুমনামী বাবা রূপে উত্তরপ্রদেশের ফৈজাবাদে থাকবেন আর কেউ সেটা টের পাবে না, এটা অসম্ভব ব্যাপার।

ছবির পোস্টার...

ফলে গুমনামী বাবার সঙ্গে নেতাজির নাম জড়িয়ে সৃজিত আসলে বাস্তবটাকেই অসম্মান করছেন, দাবি দেবব্রতর পাঠানো নোটিশের। তাই ছবিটাকে আটকে দেওয়ার আবেদন করা হয়েছে সেখানে। নইলে নেতাজির মানহানি করার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে নির্মাতার বিরুদ্ধে।

গতকাল স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে 'গুমনামী'-র টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details