কলকাতা, 22 অগস্ট : গোয়ায় তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি ভাইরাল হতেই টক অফ দ্য টাউন লিয়েন্ডার পেজ (Leander Paes) ও কিম শর্মা (Kim Sharma) ৷ তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন সেই জল্পনা কাটিয়ে সম্পর্কে সিলমোহর (Relationship Confirmed?) দিলেন অভিনেত্রী ! তাঁর পোস্ট করা একটি বার্তা দেখে এমনই মনে করছেন ভক্তরা ৷ আর এই ভাবনা আরও জোরালো হয়েছে স্বয়ং টেনিস তারকার প্রতিক্রিয়ায় ৷ এ দিকে, এই শনিবারই দু জনে আবার ডিনার ডেটেও গিয়েছিলেন ৷ সেই ছবিও পোস্ট করেছেন কিম ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবি দেখে বোঝা যাচ্ছে বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার কোনও রেস্তরাঁয় গিয়েছিলেন লিয়েন্ডার ও কিম ৷ অপর ছবিতে এই যুগলকে এক বন্ধুর সঙ্গে সেলফিতেও দেখা গিয়েছে ৷
তার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভালবাসার খোঁজ চালিয়ে একটি বার্তা পোস্ট করেছেন অভিনেত্রী কিম শর্মা ৷ সেই একই পোস্ট শেয়ার করেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ৷ তাতে আবার দুটো হার্ট ইমোজিও দিয়েছেন তিনি ৷
কী লেখা রয়েছে সেই বার্তায় ?
কিম তাঁর পোস্টে লিখেছেন, "ভালবাসা তোমায় রক্ষা করতে পারবে না ৷ তবে যখন তুমি নিজেকে রক্ষা করবে, তখন সে তোমার হাতটা ধরে রাখবে ৷ যে পৃথিবীতে কোনও কোনও সময় ভাল সময় প্রায় থাকে না, যখন বাতাস খুব ভারী হয়ে আসে যে মনে হয় তা সহ্য করা যাচ্ছে না, তখন আমরা সবাই এটাই চাই যে, সেই সময় আমাদের পাশে কেউ থাকুক ৷ কেউ একজন যে সঙ্গে সঙ্গে মিনিট কুড়ি আমায় জড়িয়ে ধরবে, যে সময়ে আমরা সব ঠিক করে নিতে পারব ৷ আমার মনে হয়, সবার এটাই প্রয়োজন ৷ কোনও একজন যে আমাদের খেয়াল রাখবে ৷ যে আমাদের সঙ্গে থাকবে ৷"