কলকাতা : সেই উত্তম কুমারের সময় থেকেই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হত । সময়ের সঙ্গে সেই পুজোতে এখনও আভিজাত্যের ছাপ রয়ে গিয়েছে । পুরোনো নিয়ম মেনে এখনও প্রতিমার মুখ তৈরি করা হয় মহানায়কের স্ত্রী গৌরীদেবীর আদলে । আজও একইভাবে এই দিন পুজোয় মেতে ওঠেন পরিবারের সদস্যরা ।
কোরোনা পরিস্থিতির মধ্যেও এবার ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল । প্রতিবারের মতো এবারও প্রতিমার মুখের সঙ্গে গৌরীদেবীর মুখ মিলেমিশে গিয়েছে ।