পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Yashpal Sharma : পাঁচদিনের ব্যবধানে মৃত্যু, ভারতীয় দলে যশপালের নাম প্রস্তাব করেছিলেন দিলীপ কুমার

যশপাল শর্মার ক্রিকেট কেরিয়ারের উত্থানে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের অবদান ছিল অনেকটাই ৷ দিলীপ কুমারের মৃত্যুর পর এই তথ্য প্রকাশ করেছিলেন যশপাল ৷

Dilip Kumar
Dilip Kumar

By

Published : Jul 13, 2021, 5:54 PM IST

মুম্বই, 13 জুলাই : সদ্য প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মার প্রিয় অভিনেতা ছিলেন দিলীপ কুমার ৷ ট্র্যাজেডি কিংয়ের অভিনয়ের ফ্যান ছিলেন লুধিয়ানার ছেলে যশপাল ৷ তবে শুধু অভিনয়ের জন্য নয়, যশপালের জীবনে দিলীপ কুমার বিশেষ জায়গা করে নিয়েছিলেন অন্য এক কারণে ৷ যশপালের ক্রিকেট কেরিয়ারে অভিনেতার অবদান ছিল অসামান্য ৷ প্রয়াত ক্রিকেটার নিজের কেরিয়ারে 42টি ওডিআই এবং 37টি টেস্ট খেলেছেন ৷ 83-র বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলেন ৷ কিন্তু এসব কিছুই হত না যদি না দিলীপ কুমার থাকতেন ৷

গত 7 জুলাই 98 বছর বয়সে মৃত্যু হয় হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ৷ অভিনেতার অনুরাগী যশপাল শর্মা এই খবরে খুব দুঃখ পেয়েছিলেন ৷ অভিনেতার স্মৃতিচারণা করে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ কুমারকে পিতৃসম উল্লেখ করেছিলেন ৷ তাঁর ক্রিকেট কেরিয়ারের উত্থানে দিলীপ কুমারের অবদান সম্পর্কে জানিয়েছিলেন ৷ যশপাল শর্মার জীবনই বদলে দিয়েছিলেন মুঘল-এ-আজমের অভিনেতা ৷

1974-75 মরসুমের ঘরোয়া ক্রিকেট চলছিল ৷ দিল্লির মোহন নগর গ্রাউন্ডে পঞ্জাব ও উত্তরপ্রদেশের মধ্যে নকআউটের ম্যাচ চলাকালীন মাঠে এসেছিলেন দিলীপ কুমার ৷ সেই ম্যাচে দুটি ইনিংসেই শতরান করেন যশপাল ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় যশপাল দেখতে পান বড় গাড়িতে করে স্টেডিয়ামে ঢুকছেন কোনও গণমান্য ব্যক্তি ৷ গ্যালারির বিশেষ সিটে এসে বসে ম্যাচ দেখছিলেন তিনি ৷ যশপাল ভেবেছিলেন কোনও বড় রাজনীতিক হবেন ৷

ওই ম্যাচেই ক্রিকেটপ্রেমী দিলীপ কুমারের চোখে পড়ে গিয়েছিলেন যশপাল ৷ ম্যাচের পর দিলীপ কুমার এগিয়ে এসে শতরানের জন্য অভিনন্দন জানান যশপালকে ৷ বলেছিলেন, তুমি খুব ভাল খেলেছ ৷ আমি তোমার নামের প্রস্তাব একজনের কাছে রাখব ৷ পরদিনই সংবাদপত্রে বড় বড় করে দিলীপ কুমারের সঙ্গে যশপালের ছবি বের হয় ৷ অবাক হয়ে গিয়েছিলেন পঞ্জাবের তরুণ ক্রিকেটার ৷ তখনই জানতে পারেন যে দিলীপ কুমার ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত রাজ সিং দুঙ্গাপুরের কাছে তাঁর নাম প্রস্তাব করেছেন ৷ বলেছিলেন, এই ছেলেটিকে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া যেতে পারে ৷

আরও পড়ুন : Yashpal Sharma dies : সবচেয়ে ফিট ছিলি, সবার আগে চলে গেলি ; স্তব্ধ অশোক, অরুণ লাল

যশপাল বলছিলেন, ওই ঘটনা তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছিল ৷ 1978 সালে ভারতীয় দলে পা রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান ৷ ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় ৷ দিলীপ কুমারের মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন যশপাল ৷ নিয়তির পরিহাসে পাঁচদিনের ব্যবধানে যশপালও অজানালোকে পাড়ি দিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details