বেঙ্গালুরু : 7 জুন প্রয়াত হন কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা । মাত্র 39 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী মেঘনা রাজ । আজ সকালে পুত্র সন্তানের জন্ম দেন মেঘনা ।
আজ সকালের দিকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন মেঘনা । আর সেই খবর চিরঞ্জিবীর ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তাঁর দাদা ধ্রব । খবরটি জানার পর থেকে উচ্ছ্বসিত প্রয়াত অভিনেতার ভক্তরা । সোশাল মিডিয়ায় সদ্যোজাতর জন্য ভালোবাসা জানিয়েছেন সবাইকে
ইনস্টাগ্রাম স্টোরিতে ধ্রুব সারজা লেখেন, "ছেলে হয়েছে, জয় হনুমান"। চিরঞ্জীবী সারজার মৃত্যু নাড়িয়ে দিয়েছিল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে । সেই শোক কাটতে না কাটতেই এল সুখবর ।
2009-এ অভিনয় পা রেখেছিলেন চিরঞ্জীবী । তাঁর প্রথম ছবি ছিল 'ভায়ুপুত্র'। অভিনয় ক্যারিয়ারে ইতিমধ্যেই 22টি ছবিতে কাজ করেছেন তিনি । 2018 সালে অভিনেত্রী মেঘনা রাজকে বিয়ে করেন ।
বুকে ব্যথা ও শ্বাসজনিত সমস্যা নিয়ে বেঙ্গালুরুর জয়নগরের সাগর হাসপাতালে ভরতি হয়েছিলেন চিরঞ্জীবী । সেখানেই চিকিৎসাধীন ছিলেন । 7 জুন সকালেই সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ।