পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Lata Mangeshkar's duet songs with Mohammed Rafi: মধুর কণ্ঠের জাদুতে চিরঅমর লতা-রফি জুটির গান - Lata Mangeshkar passes away

দু‘জনের কণ্ঠ থেকেই যেন মধু ঝড়ে পড়ত ৷ চিরঅমর (Lata Mangeshkar Mohammed Rafi songs) হয়ে থাকবে লতা মঙ্গেশকর ও মহম্মদ রফি জুটির (Lata Mangeshkar's duet songs with Mohammed Rafi) এই গানগুলি ৷

Lata Mangeshkar's best duet songs with Mohammed Rafi
মধুর কণ্ঠের জাদুতে চিরঅমর লতা-রফি জুটির এই গানগুলি

By

Published : Feb 6, 2022, 1:24 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনের হাজারো গানের মধ্যে বড় একটা অংশ জুড়ে রয়েছেন যে মানুষটি, তিনি হলেন বলিউডের অপর কিংবদন্তি সঙ্গীতশিল্পী, মহম্মদ রফি (Lata Mangeshkar's duet songs with Mohammed Rafi) ৷ লতা-রফির জুটির কণ্ঠের জাদুতে প্রাণ পেয়েছে পর্দার চরিত্ররা ৷ তৈরি হয়েছে বহু এভারগ্রিন গান ৷

আজও দেশবাসীর মুখে মুখে ঘোরে 1963 সালের তাজমহল ফিল্মের গান ৷ 'যো ওয়াদা কিয়া হ্যায় উও নিভানা পড়েগা' ৷ লতা মঙ্গেশকর ও মহম্মদ রফির গাওয়া এই গান (Lata Mangeshkar Mohammed Rafi songs) চিরকাল অমর হয়ে থাকবে ৷ এই গান গেয়ে ফিল্মফেয়ার পুরস্কারের আসরে সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে মনোনয়ন পেয়েছিলেন সুরসম্রাজ্ঞী ৷

তার কয়েক বছর পরেই লতা ও রফি উপহার দেন আর এক কালজয়ী গান ৷ 'মেরে মিতওয়া মেরে মিত রে ৷' রাজেন্দ্র কুমার ও মালা সিনহার গীত ছবির সেই গান এত বছর পর আজও গুনগুন করেন সঙ্গীতপ্রেমীরা ৷ সময়টা 1970 ৷ আনন্দ বক্সির লেখা গানটিতে সুর দিয়েছিলেন কল্যাণজি-আনন্দজি ৷

আরও পড়ুন:Lata Mangeshkar Demise : লতা মঙ্গেশকরের প্রয়াণ, মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে সরাসরি

1969 সালে ‘আয়া সাওয়ান ঝুম কে’ ছবিতে লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে টাইটেল ট্র্যাক 'আয়া সাওয়ান ঝুম কে' গানটিও লতা ও রফি জুটির চিরস্মরণীয় একটি গান ৷

1974 সালের 'হাথ কী সাফাই' ছবিতে 'ওয়াদা করলে সাজনা' লতা মঙ্গেশকর ও মহম্মদ রফি জুটির বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম ৷ সে যুগের অন্যতম জনপ্রিয় এই গান আজও মানুষের হৃদয়জুড়ে রয়েছে ৷

1969 সালে 'দো রাস্তা' ছবিতে লতা ও রফির কণ্ঠে মানুষের মনে দোলা দেয় 'চুপ গয়ে সারে নজারে' ৷ এই প্রবাদপ্রতিম জুটির কালজয়ী গানগুলির তালিকায় এই গানও চিরকাল উপরের দিকেই থাকবে ৷

এ ছাড়াও 1968 সালে 'ইয়ে দিল তুম বিন কহিঁ লাগতা নহিঁ', জীবনমৃত্যু ছবির 'ঝিলমিল সিতারোঁ কা আঙ্গন হোগা', 1971 সালে ক্যারাভ্যান ফিল্মে 'চড়তি জওয়ানি মেরি চাল মস্তানি' ও 'কিতনা পেয়ারা ওয়াদা'- লতা ও রফি জুটির গানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ৷

আরও পড়ুন:Lata Mangeshkar : সুরসম্রাজ্ঞীর প্রয়াণে দেশজুড়ে দু'দিন জাতীয় শোক, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে শেষ বিদায়

তাঁদের জুটির মেলোডি আজও মন্ত্রমুগ্ধ করে সঙ্গীতপ্রেমীদের ৷ মহম্মদ রফিকে আমরা হারিয়েছি বহুদিন ৷ 1980 সালে তাঁর জীবনাবসান হয় ৷ এবার চলে গেলেন সঙ্গীতের সরস্বতীও (Lata Mangeshkar passes away) ৷ তবে চিরঅমর হয়ে থাকবে এই জুটির মন ছুঁয়ে যাওয়া গানগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details