পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউতে - লতা মঙ্গেশকরের কোভিড পজিটিভ

করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar covid positive) ৷ তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালের (Lata Mangeshkar admitted to hospital) আইসিইউতে রাখা হয়েছে ৷

Mumbai: Lata Mangeshkar tests positive for Covid 19, admitted to hospital
কোভিডে আক্রান্ত লতা, ভর্তি হাসপাতালে

By

Published : Jan 11, 2022, 12:35 PM IST

Updated : Jan 11, 2022, 1:02 PM IST

মুম্বই, 11 জানুয়ারি:করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar covid positive) ৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ 92 বছরের কিংবদন্তী গায়িকাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি (Lata Mangeshkar admitted to hospital) করা হয়েছে ৷

লতা মঙ্গেশকরের অসুস্থতার কথা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন তাঁর ভাইঝি রচনা ৷ তিনি জানান, "লতা মঙ্গেশকরের কোভিড 19 রিপোর্ট পজিটিভ (Lata Mangeshkar tests positive for Covid 19) আসার পর তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৷"

তাঁর বার্ধক্যের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেওয়া হয়নি ৷ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি (Lata Mangeshkar admitted to hospital) করা হয় ৷ এখন তিনি ভাল আছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:Lata Mangeshkar Birthday: 92তম জন্মদিনে মুক্তি পেল লতার আনকোরা গান, শুনেছেন?

রচনা বলেন, "তিনি ভাল আছেন ৷ তাঁর বয়সের কথা মাথায় রেখে আগাম সতর্কতা নিয়ে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে ৷ অনুগ্রহ করে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন এবং দিদির জন্য প্রার্থনা করবেন ৷"

2019 সালের নভেম্বরে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল লতা মঙ্গেশকরকে ৷ পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ৷ এবার করোনা আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে ৷

আরও পড়ুন:Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-শাহের

ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য 2001 সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন লতা মঙ্গেশকর ৷ এছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে-সহ বহু পুরস্কার জিতেছেন তিনি ৷ বহুবার জাতীয় পুরস্কারের শিরোপা জুটেছে তাঁর ৷ লতার কণ্ঠের জাদুতে ভেসে গিয়েছে গোটা দেশ ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে আসমুদ্র হিমাচল ৷

Last Updated : Jan 11, 2022, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details