মুম্বই, 12 জানুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল (Lata Mangeshkar stable) রয়েছে ৷ জানালেন তাঁর ভাইঝি রচনা শাহ (Rachna Shah)৷ দু দিন আগে 92 বছরের গায়িকার কোভিড রিপোর্ট পজিটিভ এলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Lata Mangeshkar in hospital) ভর্তি করা হয় ৷ তাঁর মৃদু উপসর্গ ছিল ৷
রচনা শাহ জানিয়েছেন, "দিদি একেবারে স্থিতিশীল এবং সজাগ রয়েছেন ৷ ঈশ্বর সত্যিই দয়াবান ৷ তিনি একজন যোদ্ধা এবং একজন বিজেতা ৷ বহু বছর ধরে তাঁকে এ ভাবেই আমরা দেখে এসেছি ৷ দেশজুড়ে যে ভক্তরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই ৷ আমরা দেখেছি সবাই প্রার্থনা করেছেন, কোনও কিছুই বৃথা যায় না ৷" হাসপাতালের সেরা ডাক্তাররা প্রতিনিয়ত লতা মঙ্গেশকরকে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানিয়েছেন রচনা ৷
ভারতরত্ন গায়িকা (Lata Mangeshkar health update) দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ তবুও কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে তাঁর পরিবারকেও দেখা করতে দেওয়া হচ্ছে না ৷
আরও পড়ুন:Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউতে