মুম্বই, 6 ফেব্রুয়ারি: শুক্লা পঞ্চমীতে সরস্বতীর বিসর্জনের দিনই মর্ত্যলোক ছেড়ে তারাদের দেশে বিলীন হলেন সাক্ষাৎ রক্ত-মাংসের সরস্বতী ৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ ৷ 92 বছরের জীবনে হাজার খানেক হিন্দি ও 36টি আঞ্চলিক ভাষার ছবিতে 5000-এরও বেশি গান গেয়েছেন ৷ ইতিহাসে সর্বাধিক গানের রেকর্ড করায় নাম উঠেছে গিনেস বুকেও ৷ তবে লতা মঙ্গেশকরের শেষ রেকর্ড করা গান (Last recorded song of Lata Mangeshkar) কোনটা জানেন কী ?
শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানি এবং আনন্দ পীরামলের বিয়েতে একটি গায়ত্রী মন্ত্রের রেকর্ড (Last recorded song of Lata Mangeshkar was the Gayatri Mantra) বাজানো হয়েছিল ৷ সেই গায়ত্রী মন্ত্রটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেই রেকর্ডে নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি ৷ 2018 সালের 12 ডিসেম্বরে আম্বানি-কন্যার বিয়েতে লতা মঙ্গেশকরের এই রেকর্ড মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছিলেন অতিথিরা ৷
আরও পড়ুন:Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই