কলকাতা : মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কণ্ঠ'র ট্রেলার। এই ছবির হাত ধরেই অনেকদিন পর নায়কের ভূমিকায় দেখা যাবে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে তাঁর বিপরীতে দেখা যাবে পাওলি দামকে। নন্দিতা- শিবপ্রসাদের ছবিতে এবং তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের সঙ্গে এটা পাওলির প্রথম কাজ। ছবিতে এক স্পিচ থেরাপিস্টের বিশেষ ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। উইন্ডোজ়ের সঙ্গে জয়ারও এটি প্রথম কাজ।
ট্রেলার : কণ্ঠশিল্পীর লড়াইয়ের গল্প বলবে 'কণ্ঠ'
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা সেই 'ইচ্ছে' ছবির সময় থেকে। তখনই বিষয়বস্তুভিত্তিক ছবি তৈরি করে ট্রেন্ড সেট করেছিলেন পরিচালকদ্বয়। নন্দিতা-শিবপ্রসাদের নির্দিষ্ট দর্শক তৈরি হয়।
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একসঙ্গে পথ চলা সেই 'ইচ্ছে' ছবির সময় থেকে। তখনই বিষয়বস্তুভিত্তিক ছবি তৈরি করে ট্রেন্ড সেট করেছিলেন পরিচালকদ্বয়। নন্দিতা-শিবপ্রসাদের নির্দিষ্ট দর্শক তৈরি হয়। যাঁরা সারা বছর অপেক্ষা করে থাকে এই পরিচালকদ্বয়ের ছবির জন্য। জোর একমাত্র কনটেন্ট, তুখোড় সংলাপ এবং অভিনয়। ইচ্ছে, বেলাশেষে, মুক্তধারা, অলীক সুখ, প্রাক্তন, পোস্ত, রসগোল্লা, হামির মতো ছবি বারবার সেটাই প্রমাণ করে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি, কণ্ঠ।
রেডিয়ো আর্টিস্টদের নিয়ে ছবি তৈরি হয়েছে আগেও। যদিও সদ্যমুক্তি পাওয়া 'কণ্ঠ'র ট্রেলার একেবারে অন্য কথা বলে গেল ছবি সম্পর্কে। এধরনের ছবি বোধহয় হয়নি আগে। গলায় কর্কটরোগে আক্রান্ত রেডিয়ো জকি অর্জুনের বাদ দিতে হয় সাউন্ড বক্স। যার ফলে চিরকালের জন্য হারায় তার কণ্ঠস্বর। মানসিকভাবে ভেঙে যায় অর্জুন। বিশেষ করে সে যখন একজন রেডিয়ো শিল্পী, কণ্ঠস্বরে যেখানে তার রুজি-রুটির পথ, আত্মপরিচিতি অঙ্গ।
ছবি মুক্তি পাবে ১০ মে। ছবি নিয়ে আশাবাদী নন্দিতা- শিবপ্রসাদের গোটা টিম।