মুম্বই : সম্পর্কে চিড়টা ধরেছিল 2015 সালে । তখনই আলাদা থাকার কথা ঘোষণা করেছিলেন কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে । এতদিন আলাদাই ছিলেন তাঁরা । সূত্রের খবর, সম্প্রতি তাঁরা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন । আগামী ছ'মাসের মধ্যেই তাঁদের আইনি বিচ্ছেদ হবে বলে জানা গেছে ।
তিন বছর ধরে রণবীরের সঙ্গে ডেট করেন কঙ্কনা । তারপর 2010 সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । 2011 সালে জন্ম হয় তাঁদের ছেলে হারুনের । অভিনয় ও সংসার নিয়ে সময় বেশ ভালোই কাটছিল । এরপর 2015 সালে হঠাৎই সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেন রণবীর । আর সম্পর্ক খারাপ হওয়ার জন্য নিজেকেই দায়ি করেন তিনি । তখন থেকে আলাদাই থাকছিলেন তাঁরা ।
সে সময় টুইট করে কঙ্কনা লেখেন, "আমি ও রণবীর স্বেচ্ছায় আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি । যদিও এর জন্য আমাদের বন্ধুত্বে কোনও সমস্যা হবে না । ছেলের দায়িত্বও একসঙ্গে নেব আমরা । আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ।" ওই একই টুইট করেন রণবীরও ।