কলকাতা, 20 এপ্রিল : মুম্বাই দিল্লি ছেড়ে কোভিডের বাড়বাড়ন্ত এবার কলকাতায়। একে একে সংক্রমিত হচ্ছে টলি তারকারা। জিৎ, শুভশ্রী, ঋতব্রত সংখ্যা দিন দিন বাড়ছে। কলকাতায় কোভিড পরিস্থিতি দিন দিন শঙ্কা জাগাচ্ছে। উদ্বগে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সামনের শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার সিঙ্গেল স্ক্রীন থিয়েটার গুলি যাদের মধ্যে রয়েছেন প্রিয়া, নবীনা, মেনকা ও বসুশ্রী ৷
অতিমারীর কারণে বিগত বছর থেকেই মার খাচ্ছিল সিনেমা হলগুলি । এরমধ্যে ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা আরও বেশি সংকটের মুখে ফেলেছিল সিনেমা হলগুলিকে । তবে করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল সিনেমা । এরমধ্যে অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ের দাপটে ফের বন্ধ হতে চলেছে সিনেমা হলগুলি ।
নিউ নরমালে ধীরে ধীরে দর্শক সিনেমা হলমুখী হচ্ছিলেন ৷ কিন্তু কোভিডের বর্তমান পরিস্থিতি কথা মাথায় রেখে ও দর্শকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হল মালিকরা । কোনও সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত না আসলেও কোনও রকমের ঝুঁকি নিতে চাইছেন না হল মালিকরা । যার ফলে আগামী শুক্রবার থেকে বন্ধ হতে চলেছে প্রিয়া ,নবীনা, মেনকা, বসুশ্রী, পিভিআর এর মত প্রেক্ষাগৃহগুলি । তবে এখনই বন্ধ হচ্ছেনা আইনক্স ।